হোম > সারা দেশ > লালমনিরহাট

গরু ব্যবসায়ীকে বেঁধে ৫ লাখ টাকা চাঁদা দাবি, ৬ ছাত্রলীগ নেতা–কর্মীর বিরুদ্ধে থানায় অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি

লালমনিরহাটে গরু ব্যবসায়ীকে হাত–পা বেঁধে রেখে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে জেলা ছাত্রলীগের সভাপতি বিলাশসহ ছয় নেতা–কর্মীদের বিরুদ্ধে। এ ঘটনায় গতকাল সোমবার রাতে সদর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন আইয়ুব আলী নামে ওই গরু ব্যবসায়ী। 

তিনি আদিতমারী উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের তালুক দুলালী গ্রামের মৃত মোসলেম উদ্দিনের ছেলে। 

অভিযোগ সূত্রে জানা যায়, গরু ব্যবসায়ী আইয়ুব আলী (৪৮) গত রোববার লালমনিরহাট আদালত থেকে বের হন। এ সময় তিনটি মোটরসাইকেলে পাঁচ যুবক এসে জেলা ছাত্রলীগ সভাপতি বিলাশের কথা বলে তাঁকে মোটরসাইকেলে তুলে নিয়ে যায়। 

তারা প্রথমে লালমনিরহাট মর্গের নির্জন এলাকায় নিয়ে তাঁকে বেদম মারধর করে। এ সময় মারধর থেকে বাঁচতে বিলাশের পা ধরেও রক্ষা পাননি ওই গরু ব্যবসায়ী। সেখানে তাঁর পকেটে থাকা ২০ হাজার টাকা কেড়ে নেয় তারা। 

এরপর তাঁকে বিজিবি ক্যানটিন মোড়ে ছাত্রলীগ সভাপতি বিলাশের ব্যক্তিগত চেম্বারে নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁর হাত–পা বেঁধে আবার মারধর করে ৫ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। পরে তা আড়াই লাখে নামে। 

এ সময় ভুক্তভোগী তাঁর স্ত্রীকে ফোনকল করে ২ লাখ ২০ হাজার টাকা এনে দিলে জিম্মিদশা থেকে মুক্তি পান ওই ব্যবসায়ী। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা বা কাউকে বললে প্রাণে মেরে ফেলার হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করেন তিনি। 

এ ঘটনায় গতকাল জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশসহ ছয়জনের বিরুদ্ধে সদর থানায় লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী। বাকি অভিযুক্তরা হলেন—সৌরভ টেরা, রায়হান, রব্বানী, বাবু ও তুষার। তাঁরা সবাই ছাত্রলীগের নেতা–কর্মী।

আইয়ুব আলী আজকের পত্রিকাকে বলেন, ‘মোটরসাইকেলে করে বিলাশের কাছে পৌঁছামাত্র মারধর শুরু হয়। যেভাবে নির্যাতন করেছে তা বর্ণনা দেওয়ার মতো নয়! হাতে পায়ে ধরেও রক্ষা পাইনি। অবশেষে তাদের চাহিদা মতো আড়াই লাখ টাকা বুঝে দিলে বিকেলে মুক্তি পাই।’ 

তিনি বলেন, ‘দিনভর তাদের হাতে আটকা ছিলাম। বিলাশের ধারণা, আমি ভারতীয় গরুর ব্যবসা করি, তাই তার হিস্যার জন্য চাঁদা দাবি করেছে।’

এ বিষয়ে কথা বলতে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সভাপতি রাশেদ জামান বিলাশের ব্যবহৃত মোবাইল নম্বরে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি। 

লালমনিরহাট সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক আজকের পত্রিকাকে বলেন, ‘জেলা ছাত্রলীগ সভাপতি রাশেদ জামান বিলাশসহ ছয়জনের বিরুদ্ধে চাঁদাবাজির ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার