হোম > সারা দেশ > নীলফামারী

মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে এনজিও কর্মকর্তার মৃত্যু

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে মোখলেছুর রহমান ওরফে মুকুল চৌধুরী (৫৫) নামে এক এনজিও কর্মকর্তা নিহত হয়েছেন। আজ বুধবার শহরের বিমানবন্দর সড়কে অফিসার্স কলোনি (ফাইভ স্টার) মাঠের সামনে এ ঘটনা ঘটে। 

নিহত এনজিও কর্মকর্তা ঠাকুরগাঁও জেলার মধুরামপুর এলাকার মৃত কামরুল ইসলামের ছেলে। তিনি বেসরকারি উন্নয়ন সংস্থা (এনজিও) আশার গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলায় চান্দিয়ারপুল ব্র্যাঞ্চ ম্যানেজার। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহা আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের সদস্যের কাছে হস্তান্তর করা হবে।’ 

এলাকাবাসীর বরাত দিয়ে পুলিশ জানায়, বুধবার বিকেলে মোখলেছুর রহমান কর্মস্থল সাদুল্যাপুর থেকে মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও নিজ বাড়িতে ফিরছিলেন। ওই সময়ে সৈয়দপুর বিমানবন্দর সড়কের কাছে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি বাইসাইকেল তাঁর মোটরসাইকেলের সামনে এসে দাঁড়ায়। 

এ সময় তিনি ওই বাইসাইকেল আরোহীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন। এতে তিনি মাথায় ও চোখে গুরুতর আঘাত পান। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু