হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আশরাফুল ইসলাম (২৪) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আশরাফুল গুলিবিদ্ধ হন। তিনি ভূরুঙ্গামারী সদসের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।

এলাকাবাসী জানায়, আশরাফুল গতকাল মঙ্গলবার রাতে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতের কালমাটি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়েন। রাবার বুলেট তাঁর মাথা, মুখ, হাত ও পিঠে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা রাতেই তাঁকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে যান।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ফাতেমা খাতুন বলেন, গতকাল রাত পৌনে ২টার দিকে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাঁর শরীরে গুলির চিহ্ন ছিল।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশি এক নাগরিক গুলবিদ্ধ হয়েছে বলে শুনেছি। এর সত্যতা নিশ্চিত করার চেষ্টা চলছে।’

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার