হোম > সারা দেশ > রংপুর

ভূরুঙ্গামারী সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে আশরাফুল ইসলাম (২৪) নামের এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আশরাফুল গুলিবিদ্ধ হন। তিনি ভূরুঙ্গামারী সদসের পূর্ব ভোটহাট গ্রামের আলী আকবরের ছেলে।

এলাকাবাসী জানায়, আশরাফুল গতকাল মঙ্গলবার রাতে ভারতে অনুপ্রবেশ করেন। এ সময় ভারতের কালমাটি বিএসএফ ক্যাম্পের টহল দলের সদস্যরা তাঁকে লক্ষ্য করে রাবার বুলেট ছোড়েন। রাবার বুলেট তাঁর মাথা, মুখ, হাত ও পিঠে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা রাতেই তাঁকে ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্স ভর্তি করে। সেখানে চিকিৎসা নিয়ে তিনি বাড়ি ফিরে যান।

ভূরুঙ্গামারী স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত মেডিকেল অফিসার ফাতেমা খাতুন বলেন, গতকাল রাত পৌনে ২টার দিকে আশরাফুল ইসলাম নামের এক ব্যক্তি জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। তাঁর শরীরে গুলির চিহ্ন ছিল।

ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, ‘বাংলাদেশি এক নাগরিক গুলবিদ্ধ হয়েছে বলে শুনেছি। এর সত্যতা নিশ্চিত করার চেষ্টা চলছে।’

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা