হোম > সারা দেশ > রংপুর

নিখোঁজের দুদিন পর বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় নিখোঁজের দুই দিন পর বাড়ির পাশের পুকুর থেকে উম্মে হাবিবা (৭) নামের এক শিশুর মরদেহ পাওয়া গেছে। 

আজ সোমবার সকালে তার মরদেহ ভেসে উঠলে পুলিশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। তবে শিশু হাবিবার মৃত্যু রহস্যজনক বলে দাবি করেছেন এলাকাবাসী ও তার পরিবার। 

শিশুটি উপজেলার পারুল ইউনিয়নের চালুনিয়া গ্রামের আব্দুল হাকিমের মেয়ে ও স্থানীয় মিলিনিয়াম চাইল্ড স্কুলের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, শিশুটি গত শনিবার সকালে খেলার কথা বলে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয়। দীর্ঘ সময় পার হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের সদস্যারা খুঁজতে থাকেন। ওই দিন রাতেই পীরগাছা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা। গত রোববার বাড়ির পাশের ওই পুকুরে ৮-১০ জন ব্যক্তি জাল ফেলে শিশুটিকে খুঁজলেও সন্ধান পাননি। শিশুটি বাবা ও তার সৎ মায়ের কাছে থাকত। 

আজ সকালে এক ব্যক্তি হাঁস তাড়াতে গিয়ে ভেসে ওঠা মরদেহ দেখে চিৎকার করলে এলাকাবাসী ও পুলিশ ঘটনাস্থলে আসে। 

শিশুর চাচা আব্দুল আজিজ বলেন, কাল পুকুরে এত লোক খুঁজলাম পেলাম না। আজ লাশ পেলাম, এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। আমরা সঠিক বিচার চাই। 

শিশুটির বাবা আব্দুল হাকিম বলেন, ‘শত্রুতা করে পরিকল্পিতভাবে আমার মেয়েকে হত্যা করা হয়েছে। আমি হত্যাকারীদের ফাঁসি চাই।’ 

পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুশান্ত কুমার সরকার বলেন, ‘ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে কীভাবে মারা গেছে তা জানা যাবে। আমরাও পারিপার্শ্বিক সব বিষয় তদন্ত করে দেখছি।’

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ