হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় শাহিন হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক জাহেদুল ইসলাম (২৭)। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহিন রংপুরের তারাগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের বুধা মাহমুদের ছেলে। তিনি ডোমার বাজারের একটি হোটেলের কারিগর ছিলেন। আহত জাহেদুল ইসলাম নীলফামারী সদরের ফারুক হোসেনের ছেলে এবং একই হোটেলের কারিগর ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত দেড়টার দিকে হোটেলের কাজ শেষ করে শাহিন ও জাহেদুল মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ডোমারের এশিয়ান হাইওয়ে লেভেল ক্রসিংয়ের নির্মাণাধীন আইল্যান্ডের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজনই আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। জাহেদুল ইসলামের চিকিৎসা চলছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আহত ব্যক্তি চিকিৎসাধীন। আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহিন হোসেনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

‘মেডিকেলে চান্স না পেয়ে’ ৩৩ হাজার ভোল্ট বিদ্যুতের তারে শুয়ে শিক্ষার্থীর আত্মহত্যা, দাবি স্বজনদের

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু