হোম > সারা দেশ > নীলফামারী

ডোমারে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

ডোমার (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডোমারে সড়ক দুর্ঘটনায় শাহিন হোসেন (৩২) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন মোটরসাইকেলচালক জাহেদুল ইসলাম (২৭)। গতকাল বৃহস্পতিবার রাত দেড়টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে লেভেল ক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

নিহত শাহিন রংপুরের তারাগঞ্জ উপজেলার অনন্তপুর গ্রামের বুধা মাহমুদের ছেলে। তিনি ডোমার বাজারের একটি হোটেলের কারিগর ছিলেন। আহত জাহেদুল ইসলাম নীলফামারী সদরের ফারুক হোসেনের ছেলে এবং একই হোটেলের কারিগর ছিলেন। 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল রাত দেড়টার দিকে হোটেলের কাজ শেষ করে শাহিন ও জাহেদুল মোটরসাইকেলে বাসায় ফিরছিলেন। পথে ডোমারের এশিয়ান হাইওয়ে লেভেল ক্রসিংয়ের নির্মাণাধীন আইল্যান্ডের সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা লেগে দুজনই আহত হন। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহিনকে মৃত ঘোষণা করেন। জাহেদুল ইসলামের চিকিৎসা চলছে।

ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদ উন নবী বলেন, আহত ব্যক্তি চিকিৎসাধীন। আইনি প্রক্রিয়া শেষে নিহত শাহিন হোসেনের লাশ তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ