রংপুরে পুকুর থেকে মনিরুজ্জামান মানিক (৪৫) নামের এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে নগরীর ১৫ নম্বর ওয়ার্ডের হরিরামপুরের মান্নানের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
নিহত মানিক হরিরামপুর গ্রামের আমজাদ হোসেনের ছেলে। তিনি ইঞ্জিনচালিত অটো গাড়ির ব্যবসায়ী।
এ তথ্য নিশ্চিত করেছেন মেট্রোপলিটন তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল কাদের।
ওসি জানান, ভোরে ফজরের নামাজ পড়ে মুসল্লিরা বাড়ি ফেরার পথে মান্নানের পুকুরে মানিকের লাশ দেখতে পায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মানিকের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে পাঠায়। এ ঘটনায় নিহতের স্ত্রী তাহমিনা আক্তার থানায় একটি মামলা দায়ের করেছেন।