হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে ফ্ল্যাট থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে ফ্ল্যাট থেকে তৌহিদুল ইসলাম রাসেল (৩৬) নামের এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার (১১ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে শহরের রসুলপুর এলাকার পাঁচতলা বাড়ির একটি ফ্ল্যাট থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয় হয়। 

তৌহিদ একই এলাকার সৈয়দপুর রেলওয়ে কারখানার অবসরপ্রাপ্ত প্রকৌশলী (বিদ্যুৎ) মৃত আব্দুল খালেকের ছেলে ও ওই বাড়ির মালিক। তিনি দুই সন্তানের বাবা। 
 
পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকে তৌহিদ ও তাঁর স্ত্রীর মধ্যে কলহ চলছিল। গতকাল শনিবার (১০ ডিসেম্বর) রাতের খাওয়া খেয়ে নিজের সোয়ার ঘরে দরজা লাগিয়ে ঘুমিয়ে পড়েন। সকাল সাড়ে ১০টার দিকে ডাকাডাকি করলে কোনো সাড়াশব্দ না পেয়ে প্রতিবেশীদের ডাকেন তাঁর মা। প্রতিবেশীরা এসে চেষ্টা করার পরও কোনো সাড়াশব্দ না পাওয়ায় পুলিশে খবর দেন। পুলিশ এসে দরজা ভেঙে সিলিং ফ্যানের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় দেখতে পেয়ে তাঁর মরদেহ উদ্ধার করে।

তৌহিদের মা তাহের বেগম জানান, ঘটনার দুই দিন আগে ঝগড়া করে তৌহিদের স্ত্রী বাবার বাড়ি নওগাঁয় চলে যান। বাড়িতে শুধু তৌহিদ ও আর তিনি ছিলেন। রাতে খাওয়ার পর তারা শুয়ে পড়েন। 

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি আত্মহত্যার ঘটনা। 
 
ওসি আরও বলেন, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে। 

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ