হোম > সারা দেশ > গাইবান্ধা

গাইবান্ধায় মিষ্টির কারিগরকে পেটানোর অভিযোগ হোটেলমালিকের বিরুদ্ধে

গাইবান্ধা ও সাদুল্লাপুর প্রতিনিধি

ভবেশ চন্দ্র সরকার। ছবি: সংগৃহীত

গাইবান্ধার সাদুল্লাপুরে ভবেশ চন্দ্র সরকার (৭২) নামের এক মিষ্টির কারিগরকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে হোটেলমালিক আবু তালেবের বিরুদ্ধে। এ সময় গাছের খড়ি দিয়ে পিটিয়ে তাঁর হাত, মুখ, শরীরে জখমসহ একটি দাঁত ভেঙে দেন তিনি। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ঘটনায় আজ সোমবার দুপুরে ভুক্তভোগী ভবেশ চন্দ্র সরকার বাদী হয়ে অভিযুক্ত হোটেলমালিক আবুল তালেবকে (৪০) আসামি করে সাদুল্লাপুর থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

গত শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে উপজেলা শহরের চৌমাথা মোড়ের সাদুল্লাপুর মিষ্টান্ন ভান্ডার নামে একটি হোটেলে।

হাসপাতালে চিকিৎসাধীন ভবেশ চন্দ্র সরকার বলেন, ‘মিষ্টির কারিগর হিসেবে হোটেলে কাজ করি। শনিবার বেলা সাড়ে ১১টার দিকে হোটেলের ভেতরে মিষ্টি বানানোর কাজ করছিলাম। হোটেলের একটি ফ্রিজের বৈদ্যুতিক লাইনের তার ইঁদুর কেটে ফেলে। কিন্তু বিষয়টি আমার জানা না থাকলেও হোটেলমালিক আবু তালেব আমাকে গালিগালাজ করেন। এ সময় তাঁকে গালিগালাজ করতে নিষেধ করি এবং হোটেলে কাজ করব না বলে জানাই। এতে ক্ষিপ্ত হয়ে আবু তালেব আমাকে কিল-ঘুসি ও লাথি দেন। একপর্যায়ে আবু তালেব গাছের খড়ি দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে আমার হাত, মুখ ও শরীরের বিভিন্ন স্থানে জখম করেন।

এতে ওপরের মাড়ির একটি দাঁত ভেঙে যায় এবং একটির গোড়া নড়ে প্রচুর রক্তক্ষরণ হলে অজ্ঞান হয়ে পড়ি। পরে খবর পেয়ে আমার ছেলে আশপাশের ব্যবসায়ীদের সহায়তায় আমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।’

এ সময় ভবেশ চন্দ্র আরও অভিযোগ করে বলেন, ‘শুধু আমাকে নয়, হোটেলমালিক আবু তালেব এর আগে নানা কারণে শ্রমিকদের মারধরসহ নির্যাতন করেন। ঘটনার পর থেকে মামলা না করতে হুমকি দেওয়াসহ পুলিশকে ম্যানেজের চেষ্টা করছেন তালেব।’ তবে এমন অমানুষিক নির্যাতনের ঘটনায় এবার তাঁর সঠিক ও সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

এ বিষয়ে সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজউদ্দিন খন্দকার বলেন, ‘হোটেলশ্রমিককে মারধরের ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সাদুল্লাপুর বণিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন বলেন, ‘হোটেলশ্রমিকদের মধ্যে ভুল-ভ্রান্তি যদি হয়ে থাকে, তবে তাকে বেআইনিভাবে মারধর করা ঠিক হয়নি। এ ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত আবু তালেবকে হোটেলে গিয়েও পাওয়া যায়নি। ঘটনার পর থেকে তিনি গা ঢাকা দিয়েছেন। তাঁর মোবাইল ফোনও বন্ধ পাওয়া গেছে।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু