হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে আগুনে পুড়ল ৪ বসতঘর 

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর সৈয়দপুরে দুটি বাড়ির ৪টি বসতঘর আগুনে পুড়ে গেছে। এ সময় একটি গরু ও দুটি পরিবারের সব জিনিসপত্র ছাই হয়ে গেছে। 

গতকাল মঙ্গলবার রাতে উপজেলার কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ গ্রামে এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্তরা হলেন ওই গ্রামের আজিজার রহমানের ছেলে রফিকুল ইসলাম ও মৃত শহিদুল ইসলামের ছেলে পলাশ ইসলাম। ভুক্তভোগী পরিবারগুলোর দাবি তাঁদের প্রায় ৩০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার রফিকুল ও তাঁর প্রতিবেশী পলাশ বাড়িতে তালা দিয়ে বেড়াতে যান। রাতের দিকে এলাকাবাসী রফিকুল ইসলামের বাড়িতে আগুন দেখতে পান। এ সময় স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হন। এরই মধ্যে আগুন পলাশের বাড়িতেও ছড়িয়ে পড়ে। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। 

ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম বলেন, ‘বাড়িতে তালা দেওয়া ছিল। জানি না কিভাবে আগুন লাগল। অগ্নিকাণ্ডে গোয়ালঘরে থাকা একটি গাভী, তিনটি বসতঘর আসবাবপত্র পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় আমার প্রায় ২০ লাখ টাকার মতো ক্ষতি হয়েছে।’ 

সৈয়দপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টাফ কর্মকর্তা রোকনুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপণের চেষ্টা চলছে।’ 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ