হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় ৪ সিএনজি যাত্রী নিহত

প্রতিনিধি, পলাশবাড়ী (গাইবান্ধা) 

গাইবান্ধার পলাশবাড়ীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশার চালকসহ ৪ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন–সিএনজি চালক গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার  ফুলবাড়ি গ্রামে সবুজ মিয়া  (৩৫),  ভোলা জেলার নিয়ামুলক হকের ছেলে জিন্টু মিয়া  (৩০),  রংপুর মডার্ন মোড়ের বাসিন্দা বাবুর স্ত্রী সাম্মি আকতার  (৩৫)  ও রংপুরের হারাগাছ বাংলা বাজারের শাহ জালাল  (৩৫)।  
 
আজ শুক্রবার বিকেল সাড়ে ৫ টার দিকে রংপুর-ঢাকা মহাসড়কে সদরের উত্তরবাসস্টান্ড এলাকায় প্রশিকা অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। 
 
প্রত্যক্ষদর্শীরা জানান,  বিকেলে যাত্রীবাহী একটি সিএনজি চালিত অটোরিকশা পলাশবাড়ীর দিকে যাচ্ছিল।  পথে সদরের উত্তরবাসস্টান্ড সংলগ্ন প্রশিকা অফিসের সামনে রংপুরগামী পণ্যবাহী একটি কাভার্ডভ্যান সিএনজিটিকে চাপা দেয়। একে ঘটনাস্থলেই সিএনজির চার যাত্রী নিহত হন। 
 
দুর্ঘটনায় আহত সাত বছরের এক শিশুসহ দুইজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবস্থার অবনতি হলে একজনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে রেফার করা হয়েছে। 
 
পলাশবাড়ী, গোবিন্দগঞ্জ উপজেলার দায়িত্বে নিয়োজিত সহকারী পুলিশ সুপার উদয় কুমার সাহা জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা চালায় পুলিশ ও ফায়ার সার্ভিস কর্মীরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তির পাশাপাশি নিহতদের মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর প্রক্রিয়াধীন।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ