হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় মসজিদের দান বাক্স বানানোর সময় ট্রলিচাপায় মিস্ত্রি নিহত

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় মসজিদের দান বাক্স বানাতে গিয়ে বেপরোয়া গতির ট্রলিচাপায় একজন শ্রমিক নিহত হয়েছেন। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার কৈকুড়ী ইউনিয়নের কৈকুড়ী পশ্চিমপাড়া জামে মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শ্রমিকের নাম শাহ আলম (৩০)। তিনি টাইলস মিস্ত্রি হিসেবে দান বাক্সের কাজ করছিলেন। শাহ আলম পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার বালারহাট ইউনিয়নের পূর্ব চকি গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

নিহতের চাচাতো ভাই মিন্টু মিয়া আজকের পত্রিকাকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে মসজিদের সামনে দান বাক্সে টাইলসের কাজ করছিলেন শাহ আলম মিয়া। এ সময় চৌধুরানী থেকে জালালগঞ্জ অভিমুখী একটি বেপরোয়া গতির বালুবোঝাই ট্রলি, দান বাক্সের সামনে থাকা শাহ আলম মিয়া শরীরের ওপর উঠে পড়ে।

এ সময় এলাকাবাসী আহত অবস্থায় উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা বলছেন, ট্রলিচালক মিজান মিয়া নিয়ন্ত্রণ হারিয়ে এ ঘটনা ঘটিয়েছেন। ঘটনার পর ট্রলির মালিক দুদু মিয়া এলাকাবাসীর সঙ্গে খারাপ আচরণ করে ট্রলি নিয়ে যাওয়ার চেষ্টা করলে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পীরগাছা থানার পুলিশ ঘটনাস্থল থেকে ট্রলিটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ বিষয়ে পীরগাছা থানার উপপরিদর্শক (এসআই) আব্দুল মালেক বলেন, দুর্ঘটনাকবলিত ট্রলিটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ