হোম > সারা দেশ > নীলফামারী

হিলি চেকপোস্ট থেকে সৈয়দপুরের ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি

সৈয়দ শাহাজাদা আলম। ছবি: সংগৃহীত

ভারতে পালানোর সময় নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগের নীলফামারীর সৈয়দপুর পৌর শাখার নেতা সৈয়দ শাহাজাদা আলমকে (৩২) গ্রেপ্তার করেছে দিনাজপুরের হিলি ইমিগ্রেশন পুলিশ। আজ রোববার বিকেলে হিলি চেকপোস্ট থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

শাহাজাদা আলম সৈয়দপুর পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর সৈয়দ মনজুর আলমের ছেলে এবং ওই ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি। তিনি সৈয়দপুর থানায় করা দুটি মামলার এজাহারভুক্ত আসামি।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম বলেন, ‘দুপুরের দিকে শাহাজাদা নামের ওই ব্যক্তি ভারতে যাওয়ার উদ্দেশে হিলি ইমিগ্রেশন চেকপোস্টে আসেন। এ সময় ইমিগ্রেশনের কার্যক্রম সম্পন্ন করার জন্য তাঁর পাসপোর্ট আমাদের অফিসে জমা দেন। তাঁর সম্পর্কে তথ্য জানতে খোঁজখবর নিলে সৈয়দপুর থানায় তাঁর বিরুদ্ধে রাজনৈতিক মামলা থাকার বিষয়টি নিশ্চিত হই। পরে তাঁকে গ্রেপ্তার করে হাকিমপুর থানায় হস্তান্তর করা হয়।’

জানতে চাইলে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফইম উদ্দিন বলেন, শাহাজাদা নামের ওই ব্যক্তি সৈয়দপুর থানায় করা দুই মামলার এজাহারভুক্ত আসামি। হাকিমপুর থানা আসামিকে সৈয়দপুর থানা-পুলিশের কাছে হস্তান্তর করেছে।

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা

১২ মামলার আসামি জি এম কাদের, বেড়েছে নগদ অর্থ ও সম্পদ

যাচাই-বাছাইয়ে জাপা প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা