হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে ২১ দোকান পুড়ে ছাই

প্রতিনিধি, নীলফামারী

নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা বাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার ভোরে লাগা আগুনে ২১ দোকান পুড়ে ছাই হয়ে গেছে। এ ঘটনায় ব্যবসায়ীদের দুই কোটি টাকারও বেশি ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শী লোকমান আলী জানান, বাজারের মসজিদে ফজরের নামাজ পড়ে ফেরার পথে তিনি দেখতে পান দোকান থেকে কালো ধোঁয়ার কুণ্ডলী উঠছে। এ সময় তিনি দৌড়ে গিয়ে মসজিদের মাইকে আগুন লাগার তথ্য জানিয়ে সাহায্য চান।

খবর পেয়ে কিশোরগঞ্জ, জলঢাকা ও সদর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

সদর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আমিরুল ইসলাম সরকার বলেন, বড়ভিটা বাজারে আগুন লাগার খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে তা নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে বাজারের ২১টি দোকান ও সেখানে থাকা মালামাল পুড়ে গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত। এতে মালামাল ও নগদ অর্থসহ দুই কোটি টাকার বেশি ক্ষতি হতে পারে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকসানা বেগম জানান, আগুনে পুড়ে যাওয়া দোকান মালিকদের তালিকা জেলা প্রশাসকের কাছে পাঠানো হয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ