হোম > সারা দেশ > রংপুর

গাইবান্ধার তিনটি আসন নৌকার, দুটি স্বতন্ত্রের

গাইবান্ধা প্রতিনিধি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধার ৫টি সংসদীয় আসনের মধ্যে আওয়ামী লীগের নৌকার প্রার্থীরা তিনটি ও স্বতন্ত্র প্রার্থীরা দুটি আসনে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত আড়াইটার দিকে জেলা রিটার্নিং কর্মকর্তা ও গাইবান্ধার জেলা প্রশাসক কাজী নাহিদ রাসুল এ ফলাফল ঘোষণা করেন। 

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে ১১৪ কেন্দ্রে ৬৬ হাজার ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন ঢেঁকি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ইঞ্জিনিয়ার আব্দুল্লাহ নাহিদ নিগার সাগর। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টি লাঙ্গল প্রতীকের প্রার্থী ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী পেয়েছেন ৪৩ হাজার ৪৯১ ভোট। 

গাইবান্ধা-২ (সদর) আসনে ১১৪ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শাহ সারোয়ার কবির ৬৪ হাজার ১৯০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জাতীয় পার্টির লাঙ্গল প্রতীকের প্রার্থী আব্দুর রশিদ সরকার পেয়েছেন ৬১ হাজার ৩৭ ভোট। 

গাইবান্ধা-৩ (পলাশবাড়ী-সাদুল্লাপুর) আসনে ১৩৪ কেন্দ্রে ৫৭ হাজার ১১৫ ভোট পেয়ে বেসরকারিভাবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতি। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ঈগল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মেজর (অব.) মফিজুল হক সরকার পেয়েছেন ২৬ হাজার ৩৮২ ভোট। 

গাইবান্ধা-৪ (গোবিন্দগঞ্জ) আসনে ১৩৯ কেন্দ্রের বেসরকারি ফলাফলে ২ লাখ ১ হাজার ১৭১ ভোট পেয়ে জয়ী হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী আবুল কালাম আজাদ। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী মনোয়ার হোসেন চৌধুরী পেয়েছেন ২৭ হাজার ৪৫০ ভোট। 

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনে ১৪৫ কেন্দ্রে ১ লাখ ৭ হাজার ৩৯৭ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের নৌকা প্রতীকের প্রার্থী মাহমুদ হাসান রিপন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী ফারজানা রাব্বি বুবলী পেয়েছেন ৬৩ হাজার ৫২৬ ভোট।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ