হোম > সারা দেশ > কুড়িগ্রাম

চিলমারীতে বাঘাইড় মাছ বিক্রেতাকে জরিমানা

চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

কুড়িগ্রামের চিলমারীতে বাঘাইড় মাছ বিক্রির চেষ্টা করায় মো. সাজু মিয়া (৩২) নামে এক বিক্রেতাকে ৫০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। পরে মাছটি স্থানীয় একটি এতিমখানায় দেওয়া হয়।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। মাছ বিক্রেতা সাজু মিয়া উপজেলার রমনা মডেল ইউনিয়নের বাসিন্দা।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, সকালে ব্রহ্মপুত্র নদে প্রায় ২৫ কেজি ওজনের একটি বাঘাইড় ধরা পড়ে। পরে সেই মাছ সাজু নামে এক বিক্রেতা উপজেলার থানাহাট ইউনিয়নের পাম্পেরমোড় এলাকায় বিক্রি করার চেষ্টা করে। এ সময় বন বিভাগের একটি দল মাছটি উদ্ধার করে ইউএনও অফিসে নিয়ে যায়। 
 
পরে ইউএনও মো. মাহবুবুর রহমান ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মাছ বিক্রেতা সাজু মিয়াকে নগদ ৫০০ টাকা জরিমানা করে। পরে উদ্ধার করা মাছটি স্থানীয় এক এতিমখানায় দেওয়া হয়।

ইউএনও মো. মাহবুবুর রহমান বলেন, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপদ) আইন ২০১২ এর ৩৯ ধারায় জরিমানা করা হয়। 

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নুরুজ্জামান খান, চিলমারী থানার উপপরিদর্শক (এসআই) আজিজুর রহমান।

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ

জামাতার প্রাইভেট কারের নিচে পিষ্ট হয়ে প্রাণ গেল শ্বশুরের

রংপুরে জি এম কাদের-আখতারের মনোনয়নপত্র বৈধ ঘোষণা