হোম > সারা দেশ > রংপুর

শিক্ষার্থীদের ওপর গুলির বিষয়ে সঠিক তদন্তের দাবি জানালেন নৌপ্রতিমন্ত্রী

দিনাজপুর প্রতিনিধি

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, ‘আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলির নির্দেশ দেওয়া ছিল না। কিন্তু রংপুরে ছাত্র কীভাবে গুলিবিদ্ধ হয়ে হত্যাকাণ্ডের শিকার হলো, সেটি তদন্তের বিষয়। আমরা এটির সঠিক তদন্তের দাবি জানাই। রেসিডেন্সিয়াল মডেল স্কুলের যে ছাত্রকে হত্যা করা হয়েছে, সেই ছাত্র সেখানে যাওয়ার কথা ছিল না। তাকে গুলি করে হত্যা করা হয়েছে। কে গুলি করেছে? কারা করেছে? এই হত্যাকাণ্ডের আমরা সুষ্ঠু বিচার দাবি করি। আমরা দাবি করি, আওয়ামী লীগ দাবি করে।’

১৮ জুলাই সন্ত্রাসীদের হামলায় ক্ষতিগ্রস্ত দিনাজপুর জেলা, পৌরসভা ও সদর উপজেলা আওয়ামী লীগ কার্যালয় পরিদর্শনে এসে আজ শনিবার সকালে সেখানে উপস্থিত নেতা-কর্মীদের উদ্দেশে নৌপ্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী খালিদ মাহমুদ আরও বলেন, ‘এই হত্যাকাণ্ড আমাদের ওপরে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপরে চাপিয়ে দেওয়ার হীন প্রচেষ্টা শুধু হচ্ছে না; সমগ্র পৃথিবীতে প্রচার করা হচ্ছে। বাংলাদেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যে বাহিনী চুরি, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, বাটপারদের হাত থেকে বাংলাদেশকে রক্ষা করেছে। সেই আইনশৃঙ্খলা বাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে। বাংলাদেশের সেনাবাহিনী আজকের ইউএনের শান্তি মিশনে ভূমিকা রেখে গোটা পৃথিবীতে আমাদের সম্মানিত করেছে, সেই সেনাবাহিনীকে বিতর্কিত করার জন্য আজ সমগ্র পৃথিবীতে মিথ্যা, ভুয়া কনটেন্ট তৈরি করে প্রচার করা হচ্ছে।’

নৌপ্রতিমন্ত্রী বলেন, ‘এই প্রেক্ষাপটে আমাদের মধ্যে যদি বিভক্তি থাকে, তাহলে কী অবস্থা হতে পারে আপনারা বুঝতে পেরেছেন। আওয়ামী লীগ যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, আওয়ামী লীগ যদি একটি প্ল্যাটফর্মে আসে, তাহলে এই জামায়াত-শিবির, বিএনপি, খালেদা, তারেক পৃথিবীর কোনো শক্তি নাই এই আওয়ামী লীগকে পরাজিত করে।’

স্থানীয় আওয়ামী লীগ নেতাদের খালিদ মাহমুদ বলেন, ‘আমরা স্লোগান দিই শেখ হাসিনা ভয় নাই, রাজপথ ছাড়ি নাই। কিন্তু আমরা রাজপথে থাকতে পারি নাই। স্লোগান দেব কিন্তু রাজপথে থাকব না, এটা হতে পারে না।’

এ সময় প্রতিমন্ত্রী অনুরোধ করেন, ‘আজ নিজেদের মধ্যে কোনো বিভক্তি নয়, আজ বাংলাদেশকে রক্ষা আওয়ামী লীগকেই করতে হবে। আওয়ামী লীগকে দায়িত্ব নিতে হবে, আমাদের মধ্যে ঐক্যবদ্ধ থেকে যার যার অবস্থান থেকে আওয়ামী লীগকে ঐক্যবদ্ধ করা।’

নৌপ্রতিমন্ত্রী আরও বলেন, ‘একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত থেকেও তারা কোনো ষড়যন্ত্রে সফল হতে পারেনি বলেই আজ তারা একটি মীমাংসিত ইস্যুকে পুঁজি করে ছাত্রদের প্রতিবাদী কণ্ঠস্বরকে কাজে লাগিয়ে পুরো বাংলাদেশকে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছে। সমগ্র বাংলাদেশে তারা তাণ্ডব করার চেষ্টা করেছে। ঢাকা শহরে তারা যে তাণ্ডব করেছে, কোনো বিবেকবান মানুষ, স্বাধীনতাকামী মানুষ, মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ তা করতে পারে না।’

সারজিসের নগদ টাকা আছে ৩ লাখ ১১ হাজার, পেশায় ব্যবসায়ী

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস