হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে সেচ পাম্পে বিদ্যুতায়িত হয়ে যুবকের মৃত্যু

নীলফামারী প্রতিনিধি

নীলফামারীতে বিদ্যুতায়িত হয়ে রফিকুল ইসলাম (২৭) নামের এক যুবক মৃত্যু হয়েছে। আজ সোমবার (১৯ ডিসেম্বর) সকাল ১০টার দিকে সদর উপজেলার লক্ষিচাপ ইউনিয়নের দুর্বাছুড়ি বগুড়াপাড়া গ্রামে ঘটনা ঘটে। সে ওই গ্রামের ফয়জুদ্দিন মন্ডলের ছেলে। 

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, নিজ বাড়ির পাশে সেচ পাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন রফিকুল। এ সময় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য নীলফামারী সদর হাসপাতালে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়। 

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ওই ইউনিয়নের চেয়ারম্যান আমিনুর রহমান জানান, সকালে সরিষা খেতে সেচ দেওয়ার জন্য সেচপাম্পে সংযোগ দিতে গিয়ে বিদ্যুতায়িত হন রফিকুল ইসলাম। এ সময় তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। 

নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘খবর পেয়ে হাসপাতালে গিয়ে মরদেহের সুরতহাল করা হয়। পরে স্থানীয় চেয়ারম্যানের উপস্থিতিতে মরদেহ দাফনের জন্য তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়।’ 

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ