হোম > সারা দেশ > রংপুর

প্রেমের টানে রংপুরে এসে বিপাকে ভারতীয় কিশোরী, গ্রেপ্তার ২

প্রতিনিধি

রংপুর: প্রেমের টানে ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে রংপুরে এসে বিপাকে পড়েছেন প্রীতি পণ্ডিত (১৭) নামে এক ভারতীয় কিশোরী। এ ঘটনায় প্রেমিক মিলন (২৪) ও তাঁর সহযোগী হাবিবুর রহমানকে (২৪) মানবপাচার আইনে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার দুপুরে ওই দুজনকে জেল হাজতে পাঠিয়েছেন আদালত।

এর আগে গত শনিবার (২৬ জুন) মিঠাপুকুর উপজেলার রানীপুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া এলাকার জনৈক লতিফুল ইসলামের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করে রংপুর কোতোয়ালি থানা-পুলিশ।

রংপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) জাহাঙ্গীর আলম জানান, ভারতের পশ্চিমবঙ্গের হুগলি জেলার মন্টু পণ্ডিতের মেয়ে প্রীতি পণ্ডিতের (১৭) সঙ্গে রংপুর সদর উপজেলার সদ্যপুস্করিণী ইউনিয়নের মহির উদ্দিনের ছেলে মিলনের সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয়। এরপর দুজনের মধ্যে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। সেই সূত্রে গত ২৪ জুন ভারত থেকে যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে পালিয়ে বাংলাদেশে আসেন প্রীতি। গত কয়েক দিন ধরে সদ্যপুস্করিণী ইউনিয়নের পালিচড়া ফাজিল খা গ্রামে মিলনের বাড়িতে অবস্থান করছিলেন প্রীতি। তাঁর অবস্থানের খবর পেয়ে গতকাল শনিবার দুপুরে অভিযানে নামে পুলিশ। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে পালিয়ে যান তাঁরা। পরে মিলন ও তার এক সহযোগী একই গ্রামের বাবলু মিয়ার ছেলে হাবিবুর রহমানকে (২৪) পার্শ্ববর্তী মিঠাপুকুর উপজেলার রানী পুকুর ইউনিয়নের নূরপুর বালাপাড়া এলাকার জনৈক লতিফুল ইসলামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় প্রীতি পণ্ডিতকে উদ্ধার করে সেফ হোমে নেওয়া হয়।

রংপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান জানান, এ ঘটনায় থানার এসআই জাহাঙ্গীর আলম বাদী হয়ে মানবপাচার আইনে মিলন, হাবিবুর এবং ভারতীয় তরুণীকে আশ্রয়দাতা লতিফুল ইসলামকে আসামি করে মামলা দায়ের করেছেন। মিলন ও হাবিবুরকে গ্রেপ্তার করা হলেও লতিফুল পলাতক রয়েছেন। তাকেও গ্রেপ্তারের চেষ্টা চলছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেপ্তার দুজনকে আদালতে পাঠানো হয়। আদালত আসামিদের জেল হাজতে পাঠানোর আদেশ দেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ