হোম > সারা দেশ > রংপুর

স্ত্রীর করা মামলায় কারাগারে স্বামীর মৃত্যু

রংপুর প্রতিনিধি

রংপুর কেন্দ্রীয় কারাগারে মনোয়ারুল ইসলাম (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে ছিলেন। 

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

কারাগার সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা মনোয়ারুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় রংপুরের আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে থাকা অবস্থায় তিনি দুইবার অসুস্থ হয়ে মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হন। ফের আজ (বৃহস্পতিবার) সকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক আজকের পত্রিকাকে বলেন, ‘হাজতি আনোয়ারুল ইসলাম অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও দুইবার তিনি অসুস্থ হয়ে ছিলেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পোস্টমর্টেমের পর চিকিৎসকের রিপোর্টে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।’

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ