হোম > সারা দেশ > রংপুর

স্ত্রীর করা মামলায় কারাগারে স্বামীর মৃত্যু

রংপুর প্রতিনিধি

রংপুর কেন্দ্রীয় কারাগারে মনোয়ারুল ইসলাম (৩৫) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে বুকে ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি স্ত্রীর করা নারী ও শিশু নির্যাতন মামলায় কারাগারে ছিলেন। 

রংপুর কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক বিষয়টি নিশ্চিত করেছেন। 

কারাগার সূত্রে জানা যায়, গত ১৩ জানুয়ারি গঙ্গাচড়া উপজেলার বাসিন্দা মনোয়ারুল ইসলামের বিরুদ্ধে স্ত্রীর দায়ের করা নারী ও শিশু নির্যাতন মামলায় রংপুরের আদালতে জামিন আবেদন করলে বিচারক জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে থাকা অবস্থায় তিনি দুইবার অসুস্থ হয়ে মেডিকেলে চিকিৎসা নিয়ে সুস্থ হন। ফের আজ (বৃহস্পতিবার) সকালে হঠাৎ বুকের ব্যথা অনুভব করলে তাকে দ্রুত রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

সিনিয়র জেল সুপার প্রশান্ত কুমার বণিক আজকের পত্রিকাকে বলেন, ‘হাজতি আনোয়ারুল ইসলাম অসুস্থ হলে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এর আগেও দুইবার তিনি অসুস্থ হয়ে ছিলেন। মরদেহ হাসপাতালের মর্গে রয়েছে। পোস্টমর্টেমের পর চিকিৎসকের রিপোর্টে তাঁর মৃত্যুর কারণ জানা যাবে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ