হোম > সারা দেশ > রংপুর

ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি

ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে মেডিকেল টেকনোলজি ফার্মাসিদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রংপুর ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। আজ সোমবার দুপুরে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কের দুই ঘণ্টা অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করাসহ ৬ দফা দাবি জানান তাঁরা।

ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে মেডিকেল টেকনোলজি ফার্মাসিদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনকারীরা বলেন, মেডিকেল টেকনোলজি দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে। বিদেশে টেকনোলজি যথাযথ মূল্যায়ন করা হয়। কিন্তু বাংলাদেশের সেই মূল্যায়নটি করা হয় না।

রংপুর বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ সমন্বয় তমাস শিকদার বলেন, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন, সকল অনুষদে বিএসসি, এমএসসি ও বি-ফার্ম কোর্স চালু করা এবং স্কলারশিপ, প্রশিক্ষণ ভাতা চালু করাসহ ৬ দফা দাবি তুলেছি।

২ ঘণ্টা পর সড়কের অবরোধ তুলে নেন তাঁরা। এরপরও দাবি আদায় না হলে মহাপরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেন আন্দোলনকারীরা।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ