হোম > সারা দেশ > রংপুর

ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক অবরোধ করে মেডিকেল টেকনোলজি শিক্ষার্থীদের বিক্ষোভ

রংপুর প্রতিনিধি

ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে মেডিকেল টেকনোলজি ফার্মাসিদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

রংপুর ৬ দফা দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। আজ সোমবার দুপুরে ঢাকা-কুড়িগ্রাম মহাসড়কের দুই ঘণ্টা অবরোধ করে রাখে বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ। এতে সড়কের দু’পাশে যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়তে হয় সাধারণ মানুষকে।

স্বতন্ত্র পরিদপ্তর গঠন, ডিপ্লোমাধারীদের দশম গ্রেড পদমর্যাদা প্রদান করে বিশ্ব স্বাস্থ্য সংস্থার নীতিমালা অনুযায়ী আনুপাতিক হারে পদ সৃজনপূর্বক দ্রুত নিয়োগের ব্যবস্থা করার পাশাপাশি অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিত নিয়োগ প্রক্রিয়া চালু করাসহ ৬ দফা দাবি জানান তাঁরা।

ঢাকা-কুড়িগ্রাম মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে মেডিকেল টেকনোলজি ফার্মাসিদের বিক্ষোভ। ছবি: আজকের পত্রিকা

বিক্ষোভ সমাবেশ থেকে আন্দোলনকারীরা বলেন, মেডিকেল টেকনোলজি দীর্ঘদিন থেকে বৈষম্যের শিকার হয়ে আসছে। বিদেশে টেকনোলজি যথাযথ মূল্যায়ন করা হয়। কিন্তু বাংলাদেশের সেই মূল্যায়নটি করা হয় না।

রংপুর বৈষম্য বিরোধী মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ সমন্বয় তমাস শিকদার বলেন, মেডিকেল টেকনোলজি কাউন্সিল গঠনের মাধ্যমে পেশাদার লাইসেন্স প্রদান ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন, সকল অনুষদে বিএসসি, এমএসসি ও বি-ফার্ম কোর্স চালু করা এবং স্কলারশিপ, প্রশিক্ষণ ভাতা চালু করাসহ ৬ দফা দাবি তুলেছি।

২ ঘণ্টা পর সড়কের অবরোধ তুলে নেন তাঁরা। এরপরও দাবি আদায় না হলে মহাপরিচালকের কার্যালয় ঘেরাও কর্মসূচি দেন আন্দোলনকারীরা।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ