হোম > সারা দেশ > নীলফামারী

তিস্তায় ভেসে আসা ভারতীয় যুবকের লাশ বিএসএফের কাছে হস্তান্তর

ডিমলা (নীলফামারী) প্রতিনিধি

নীলফামারীর ডিমলায় তিস্তা নদী দিয়ে বাংলাদেশের অভ্যন্তরে ভেসে আসা অজ্ঞাত এক ভারতীয় যুবকের লাশ পতাকা বৈঠকের মাধ্যমে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামত চর এলাকা থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। পানিতে ডুবে মৃত্যু হয়েছে বলে ধারণা তাদের। 

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লাইছুর রহমান আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

ওসি বলেন, আজ বিকেলে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) কোম্পানি কমান্ডার পর্যায়ে সংক্ষিপ্ত বৈঠক হয়। পরে ডিমলা থানা-পুলিশ ওই যুবকের লাশ ভারতের সিংপাড়া বিএসএফের কাছে হস্তান্তর করে। 

বিজিবি সূত্র জানায়, উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের কিসামত চর সীমান্ত গ্রামের আন্তর্জাতিক সীমানা পিলার ৭৯৭ / ১ এর ১১ নম্বর পিলারের পাশে জিরো লাইনে বিজিবি এবং বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবি পক্ষের নেতৃত্ব দেন রংপুর ৫১-বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ থানারহাট কোম্পানি কমান্ডার সুবেদার ফয়জুল হক। 

অপরদিকে বিএসএফ পক্ষে নেতৃত্ব দেন ভারতের কুচবিহারের অধীনস্থ সিংপাড়া ক্যাম্পের কোম্পানি কমান্ডার ইন্সপেক্টর সন্জয় কুমার। এরপর ডিমলা থানার ওসি লাইছুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল অজ্ঞাত যুবকের লাশ হস্তান্তর করেন। 

থানার হাট কোম্পানি কমান্ডার সুবেদার ফয়জুল হক বলেন, তিস্তা নদীতে ভাসতে ভাসতে যুবকের লাশ বাংলাদেশের অভ্যন্তরে চলে এসেছে। এ অবস্থায় ভারতের বিএসএফ থেকে বিজিবিকে জানানো হয় লাশটি ভারতীয় নাগরিক। তারা লাশ ফেরত দেওয়ার অনুরোধ জানান। তবে লাশের পরিচয় জানা যায়নি।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ