হোম > সারা দেশ > গাইবান্ধা

গোবিন্দগঞ্জে ১০০ টাকা না পাওয়ায় অভিমানী কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার গোবিন্দগঞ্জের বাঁশঝাড় থেকে হেলেনা খাতুন (১৬) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার পৌরসভার চাষকপাড়ার হেলাল উদ্দীনের মেয়ে। আজ শুক্রবার দুপুরে পৌর এলাকার বাঘমারা ববনপুর থেকে পুলিশ লাশটি উদ্ধার করে।

হেলেনার পরিবার সূত্রে জানা গেছে, হেলেনার আদিবাড়ি পাশের গুমানীগঞ্জ ইউনিয়নের বালুভরা গ্রামে। ছোটবেলা থেকেই আত্মীয়তার সূত্রে তাকে লালন-পালন করার জন্য চাষকপাড়ার হেলাল তাঁর বাড়িতে নিয়ে যান এবং সেখানেই তাঁর কন্যা পরিচয়ে বড় হয়। কিন্তু মানসিক রোগের কারণে সে মাঝেমধ্যেই বাড়ি থেকে বেরিয়ে যেত।

এরই একপর্যায়ে গত বৃহস্পতিবার বিকেল থেকেই হেলেনা বাড়ি থেকে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। আজ শুক্রবার সকালে প্রতিবেশীর কাছে থেকে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে একটি গাছে ঝুলন্ত অবস্থায় মেয়েটির লাশ পাওয়া যায়।

মেয়েটির পালক বাবা হেলাল বলেন, ‘মেয়ে আমার কাছ থেকে ১০০ টাকা চেয়েছিল। দিতে না পারায় অভিমান করে আত্মহত্যা করতে পারে।’

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইজার উদ্দীন বিষয়টি নিশ্চিত করে আজকের পত্রিকাকে বলেন, কিশোরীর লাশটি উদ্ধার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। থানায় একটি ইউডি মামলা হয়েছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার