হোম > সারা দেশ > রংপুর

স্ত্রীকে হত্যার পর থানায় আত্মসমর্পণ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় পরকীয়ার জেরে রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর সকালে থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী মাঈনুদ্দিন মিয়া (৩৮)। আজ শুক্রবার সকালে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করে এ তথ্য জানালে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ছোট ভাই শরমান আলী বাদী হয়ে পীরগাছা থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 

বৃহস্পতিবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের খামার নয়াবাড়ী গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত গৃহবধূ আয়েশা বেগম (৩৬) ওই গ্রামের আজিজুল ইসলামের মেয়ে। অভিযুক্ত মাঈনুদ্দিন ঠাকুরগাঁও জেলার ভেলাজান ইউপির বাঁশগাড়া গ্রামের বছির উদ্দিনের ছেলে। তাঁদের ঘরে দুই সন্তানও রয়েছে। 
 
এ বিষয়ে রংপুর জেলা পুলিশের সহকারী পুলিশ সুপার (সার্কেল-সি) আশরাফুল আলম পলাশ বলেন, নিহত আয়েশা বেগমের সঙ্গে পীরগাছা উপজেলার মমিন বাজার জগজীবন গ্রামের ফজল হক মেম্বারের ছেলে ফারুক হোসেনের (২৬) দুই বছর ধরে প্রেমের সম্পর্ক চলছিল। এর আগে একবার গ্রামের লোকজন ওই দুজনকে আপত্তিকর অবস্থায় ধরে পুলিশে সোপর্দ করেছিল। একপর্যায়ে স্ত্রীকে নিয়ে ঢাকায় চলে যান মাঈনুদ্দিন। গত ২৯ মে তাঁরা গ্রামের বাড়িতে আসেন। 

তিনি আরও বলেন, গত বৃহস্পতিবার রাতে পুনরায় ফারুকের সঙ্গে মুঠোফোনে কথা হয় আয়েশার। বিষয়টি জানার পর রাত ৩টার দিকে শাবল ও কুড়াল দিয়ে কুপিয়ে আয়শাকে হত্যা করেন মাঈনুদ্দিন। পরে শুক্রবার সকাল ৭টার দিকে পীরগাছা থানায় গিয়ে আত্মসমর্পণ করলে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

পুলিশ সুপার পলাশ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে পরকীয়ার জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যার কথা স্বীকার করেছেন মাঈনুদ্দিন। মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুতসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ