হোম > সারা দেশ > রংপুর

রংপুর বিভাগে করোনায় ফের ১৬ জনের মৃত্যু

প্রতিনিধি, রংপুর 

রংপুর বিভাগে করোনা আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা একদিনের ব্যবধানে আবার বেড়েছে। বিভাগের আট জেলায় ২৪ ঘণ্টায় ভাইরাসে আক্রান্ত ১৬ জনের মৃত্যু হয়েছে। এর আগে গত মঙ্গলবার ১২ জনের মৃত্যুর খবর দিয়েছিল স্বাস্থ্য বিভাগ। এ ছাড়া একই সময়ে নতুন করে ৬৫৭ জন করোনা শনাক্ত হয়েছেন।

আজ বুধবার দুপুরে রংপুর বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মো. মোতাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মঙ্গলবার সারা দিনে বিভাগে দুই হাজার ৩৪৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে শনাক্তের হার ২৮ দশমিক ২ শতাংশ। এ সময়ে এক হাজার ৮০ জন রোগী সুস্থ হয়েছেন।

নতুন মৃতদের মধ্যে রংপুরে পাঁচ, ঠাকুরগাঁওয়ে পাঁচ, কুড়িগ্রামে দুই, দিনাজপুরে দুই এবং লালমনিরহাট ও গাইবান্ধার একজন করে রয়েছেন।

শনাক্তদের মধ্যে রংপুরের ১৮৬ জন, গাইবান্ধার ৮৫ জন, ঠাকুরগাঁওয়ের ৭৭ জন, কুড়িগ্রামের ৭৬ জন, পঞ্চগড়ের ৭৬ জন, দিনাজপুরের ৬৯ জন, নীলফামারীর ৬৪ জন  ও লালমনিরহাটের ২৪ জন রয়েছেন।

এ নিয়ে বিভাগে করোনায় মৃতের সংখ্যা দাঁড়াল ৮৮২ জনে। মৃতের সংখ্যায় শীর্ষে রয়েছে দিনাজপুর। জেলায় মারা গেছেন ২৬২ জন। এর পরের অবস্থানে রয়েছে রংপুর ও ঠাকুরগাঁও। জেলা দুটোয় যথাক্রমে ১৮৯ ও ১৭০ জনের প্রাণহানি ঘটেছে। এ ছাড়া নীলফামারীতে ৬৪, পঞ্চগড়ে ৫৪, লালমনিরহাটে ৫৩, কুড়িগ্রামে ৪২ ও গাইবান্ধায় ৪১ জন মারা গেছেন। 

গত বছর করোনাভাইরাস শনাক্তের শুরু থেকে এ পর্যন্ত রংপুর বিভাগে দুই লাখ ১০ হাজার ৪০৮ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ৪২ হাজার ২৩৮ জন করোনা রোগী শনাক্ত হয়।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ