হোম > সারা দেশ > রংপুর

ছুরিকাঘাতে স্কুলছাত্রী নিহতের ঘটনায় শিক্ষক ও সহপাঠীদের বিক্ষোভ

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের কাউনিয়ায় ছুরিকাঘাতে নিহত স্কুলছাত্রীর সহপাঠী ও শিক্ষকেরা বিক্ষোভ মিছিল করেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে পীরগাছা উপজেলার বড় দরগাহ বাজারে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। নিহত শিক্ষার্থী সানজিদা আক্তার ইভা (১৬) পীরগাছা উপজেলার বড় দরগাহ উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণির শিক্ষার্থী।

গতকাল মঙ্গলবার প্রেমিকের সঙ্গে ঘুরতে বের হয়ে এলোপাতাড়ি ছুরিকাঘাতে সানজিদা আক্তারের মৃত্যুর খবরে আজ বুধবার সকাল থেকেই তার বাড়িতে ভিড় জমান তার স্কুলের শিক্ষক ও সহপাঠীরা। পরে দুপুর ১২টার দিকে স্থানীয় বড় দরগাহ বাজারে সানজিদা হত্যাকারীর ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেন তারা। এ সময় সাধারণ মানুষও মিছিলে অংশ নেন। পরে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন স্কুলের প্রধান শিক্ষক নুরুল ইসলাম খোকন, সহকারী শিক্ষক কামরুজ্জামান, আবুল কালাম আজাদ, ১০ম শ্রেণির শিক্ষার্থী সিয়াম,৯ম শ্রেণির শিক্ষার্থী সাদ্দাম হোসেন, আশিক, রুবিনা আক্তারসহ অনেকে। সমাবেশে তারা দ্রুত সানজিদা হত্যাকারীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এদিকে এ  ঘটনায় পীরগাছা উপজেলার তালুক পশুয়া গ্রামের হোসাইন মিয়ার ছেলে ফাহিম সানিকে (২০) জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে বলে জানিয়েছেন কাউনিয়া থানার অফিসার ইনচার্জ মোত্তাসের বিল্লাহ।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ