হোম > সারা দেশ > রংপুর

আটোয়ারীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে নিহত ১ 

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের আটোয়ারীতে বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে আব্দুর রাজ্জাক (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রোববার বিকেলে উপজেলার আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কের গোবিন্দপুর এলাকায় এই দুর্ঘটনা হয়। 

নিহত আব্দুল রাজ্জাক বায়োটেক ফার্মাসিউটিক্যাল নামের একটি ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি। তিনি দুর্ঘটনাকবলিত মোটরসাইকেলের আরোহী ছিলেন। 

আটোয়ারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুসা মিঞা দুর্ঘটনার বিষয় আজকের পত্রিকাকে নিশ্চিত করেন। তিনি বলেন, ‘মরদেহ ঠাকুরগাঁও হাসপাতালে রয়েছে। এই ঘটনার পর কোম্পানির মাধ্যমে আব্দুল রাজ্জাকের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তাঁর পরিবারের লোকজন এলে তাঁদের অভিযোগের পরিপ্রেক্ষিতে আইনি ব্যবস্থা নেওয়া হবে। বাসটি জব্দ করা হয়েছে।’ 

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল বিকেলে আটোয়ারী উপজেলার আটোয়ারী-ঠাকুরগাঁও সড়কের গোবিন্দপুর এলাকায় পঞ্চগড় থেকে ছেড়ে আসা সেলিনা পরিবহন নামের একটি মিনিবাসের সঙ্গে ঠাকুরগাঁও থেকে আসা বায়োটেক ফার্মাসিউটিক্যাল ওষুধ কোম্পানির বিক্রয় প্রতিনিধি আব্দুর রাজ্জাকের মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। 

স্থানীয় লোকজন এসে দুর্ঘটনাকবলিত মিনিবাস আটক করে রাজ্জাককে উদ্ধার করেন। তাঁকে আটোয়ারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হয়, পরে সেখান থেকে ঠাকুরগাঁও সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল রাজ্জাককে মৃত ঘোষণা করেন।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ