হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা, আটক ৪

পঞ্চগড় প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ ৯ দফা দাবিতে পঞ্চগড়ে মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে ‘সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে জড়ো হন বিক্ষোভকারীরা। পরে সেখান থেকে একটি মিছিল বের করলে পুলিশ তাঁদের বাধা দেয়।

বিক্ষোভকারীরা নানান স্লোগান দিতে থাকেন। মিছিল করতে না পারলেও পুলিশের বেষ্টনীর মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। 

বিক্ষোভে আসা শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ ৯ দফা দাবিতে তাঁদের আন্দোলন চলবে। এতে যত বাধাই আসুক, শত বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবে। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। এ সময় বিক্ষোভ থেকে চার শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) আমিরুল্লা বলেন, তাঁদের জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে। সার্বিক বিষয় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ