হোম > সারা দেশ > রংপুর

পঞ্চগড়ে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের বাধা, আটক ৪

পঞ্চগড় প্রতিনিধি

কোটা সংস্কার আন্দোলনে সারা দেশে শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ ৯ দফা দাবিতে পঞ্চগড়ে মিছিল ও সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। আজ মঙ্গলবার দুপুর ১২টার দিকে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সামনে থেকে ‘সর্বস্তরের সাধারণ শিক্ষার্থী’ ব্যানারে জড়ো হন বিক্ষোভকারীরা। পরে সেখান থেকে একটি মিছিল বের করলে পুলিশ তাঁদের বাধা দেয়।

বিক্ষোভকারীরা নানান স্লোগান দিতে থাকেন। মিছিল করতে না পারলেও পুলিশের বেষ্টনীর মধ্যেই সংক্ষিপ্ত সমাবেশ করে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। 

বিক্ষোভে আসা শিক্ষার্থীরা বলেন, শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচারসহ ৯ দফা দাবিতে তাঁদের আন্দোলন চলবে। এতে যত বাধাই আসুক, শত বাধা উপেক্ষা করেই শিক্ষার্থীরা শান্তিপূর্ণভাবে মাঠে থাকবে। ৯ দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তাঁরা। এ সময় বিক্ষোভ থেকে চার শিক্ষার্থীকে আটক করে পুলিশ।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সাকের্ল) আমিরুল্লা বলেন, তাঁদের জিজ্ঞাবাদের জন্য আটক করা হয়েছে। সার্বিক বিষয় যাচাই-বাছাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ

দিনে রোদের ছোঁয়া, রাত হলেই বাড়ে শীত—তেঁতুলিয়ায় তাপমাত্রা ৭.৫

ঠান্ডাজনিত রোগে মারা গেল ১৪৯৫ ছাগল

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ