হোম > সারা দেশ > নীলফামারী

আবারও নীলফামারীতে বাড়ছে তিস্তার পানি

নীলফামারী প্রতিনিধি

উজানের ঢলে নীলফামারীতে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এখনোও পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানায় কর্তৃপক্ষ। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় ১০ সেন্টিমিটার বেড়ে ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার একই সময়ে ওই পয়েন্টে ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সেখানে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। 

সূত্র আরও জানায়, তিস্তার উজানে ভারতের মেখলিগঞ্জ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত আছে। সেখানে নদীর পানি বিপৎসীমা ৬৫ দশমিক ৯৫ মিটার। 

জেলার ডিমলা পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ‘অন্য দিনের তুলনায় বুধবার তিস্তার পানি বেড়েছে। সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে করে বন্যার শঙ্কায় রয়েছে এলাকার মানুষ। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘উজানের ঢলে আবারও তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। ব্যারাজের ৪৪টি গেট খুলে রেখে নজরদারি করা হচ্ছে।’

পীরগঞ্জে ধানখেত থেকে অটোভ্যানচালকের মরদেহ উদ্ধার

হাদির ওপর গুলির প্রতিবাদে গাইবান্ধায় বিএনপির বিক্ষোভ

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

৮ হাজার টাকা চুরি করতেই সস্ত্রীক মুক্তিযোদ্ধাকে হত্যা: পুলিশ

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার ঘটনায় টাইলসমিস্ত্রি গ্রেপ্তার

সারের দাবিতে কৃষকদের মহাসড়ক অবরোধ

অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবি

রংপুরে মুক্তিযোদ্ধা ও তাঁর স্ত্রীকে হত্যার প্রতিবাদে মানববন্ধন

রংপুর বিভাগীয় ইজতেমার প্রথম দিনেই দুই মুসল্লির মৃত্যু

অবৈধ ইটভাটায় পরিবেশ অধিদপ্তরের অভিযান, ২ লাখ টাকা জরিমানা