হোম > সারা দেশ > নীলফামারী

আবারও নীলফামারীতে বাড়ছে তিস্তার পানি

নীলফামারী প্রতিনিধি

উজানের ঢলে নীলফামারীতে আবারও বাড়ছে তিস্তা নদীর পানি। আজ বুধবার সন্ধ্যা ৬টার দিকে তিস্তার ডালিয়া ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। এখনোও পানি বৃদ্ধি অব্যাহত আছে বলে জানায় কর্তৃপক্ষ। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ড সূত্র জানায়, বুধবার সকাল ৯টায় তিস্তা ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৪৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। এরপর সন্ধ্যা ৬টায় ১০ সেন্টিমিটার বেড়ে ৩৩ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। মঙ্গলবার একই সময়ে ওই পয়েন্টে ৫৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়। সেখানে নদীর পানির বিপৎসীমা ৫২ দশমিক ১৫ মিটার। 

সূত্র আরও জানায়, তিস্তার উজানে ভারতের মেখলিগঞ্জ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৯ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হওয়ায় তিস্তা ব্যারাজ পয়েন্টে পানি বৃদ্ধি অব্যাহত আছে। সেখানে নদীর পানি বিপৎসীমা ৬৫ দশমিক ৯৫ মিটার। 

জেলার ডিমলা পূর্বছাতনাই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুল লতিফ বলেন, ‘অন্য দিনের তুলনায় বুধবার তিস্তার পানি বেড়েছে। সকাল থেকে পানি বৃদ্ধি অব্যাহত আছে। এতে করে বন্যার শঙ্কায় রয়েছে এলাকার মানুষ। 

ডালিয়া পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আসফাউদ্দৌলা আজকের পত্রিকাকে বলেন, ‘উজানের ঢলে আবারও তিস্তার পানি বৃদ্ধি পাচ্ছে। ব্যারাজের ৪৪টি গেট খুলে রেখে নজরদারি করা হচ্ছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ