হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় কাঁচামালের আড়তে চুরি, গ্রেপ্তার ৩ 

হাতীবান্ধা (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের হাতীবান্ধায় কাঁচামালের আড়ত থেকে প্রায় ২ লাখ ৩১ হাজার টাকা চুরির অভিযোগে লুৎফর রহমান লাদেনসহ (৫০) তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকালে তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। এর আগে গতকাল বুধবার সারা দিন অভিযান চালিয়ে উপজেলার দক্ষিণ গড্ডিমারী এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করে পুলিশ। এ সময় ঘটনাস্থল থেকে একটি লোহার শাবল, কাঁচি, মার্তুল ও একটি মোবাইল উদ্ধার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলার দক্ষিণ গড্ডিমারী গ্রামের মৃত মনছুর উদ্দিনের ছেলে লুৎফর রহমান লাদেন (৫০), মোস্তফার ছেলে হৃদয় (২৫) ও সিংগীমারী এলাকার মৃত কবির উদ্দিনের ছেলে হাতেম আলী (৫০)। 

জানা গেছে, উপজেলার মুক্তিযোদ্ধা বাজারের শাহিন বাণিজ্যালয় নামক কাঁচামাল আড়তের মালিক জাহেদুল ইসলাম প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে দোকানের ব্যবসায়িক হিসাব শেষ করে ক্যাশ টেবিলের ড্রয়ারে ২ লাখ ৩১ হাজার টাকা রেখে বাড়িতে যান। পরদিন সকালে আড়তের কর্মচারী শামীম আড়ত খুলে দেখতে পান যে ভেতরের টিনের বেড়া কাটা এবং ক্যাশ টেবিলের ড্রয়ার বের করা। এ সময় তিনি আড়তের মালিক জাহেদুলকে খবর দেন। তিনি এসে দেখেন ক্যাশ টেবিলের ড্রয়ারে রাখা ২ লাখ ৩১ হাজার টাকা নেই। পরে বিষয়টি থানায় অবগত করেন তিনি। 

এ বিষয়ে হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, কাঁচামালের আড়তে চুরির অভিযোগে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের আজ বৃহস্পতিবার সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।  

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ