হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে তিন প্রতিষ্ঠানে শতভাগ পাস

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরের তিনটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে— সরকারি বিজ্ঞান কলেজ, তুলসীরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আল-ফারুক একাডেমি।

আজ শুক্রবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২৫১ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৮৬ জন। পাসের হার ৭৯ দশমিক ৯১। এ ছাড়া ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৬৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে ৩৮৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন। 

দ্বিতীয় অবস্থানে থাকা সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় ২২৫ জন অংশ নিয়ে পাস করে ২২৩ জন। আর তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজের ১১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন। 

এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ৩৫ জন নিয়ে আল-ফারুক একাডেমি চতুর্থ, ২৪ জন নিয়ে তুলসীরাম বালিকা উচ্চবিদ্যালয় পঞ্চম, ১৬ জন নিয়ে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ষষ্ঠ ও ৯ জন নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় সপ্তম অবস্থানে রয়েছে। 

সেই সঙ্গে সৈয়দপুর উচ্চবিদ্যালয় ও সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে তিনজন করে এবং শেরে বাংলা উচ্চবিদ্যালয়, সিপাইগঞ্জ উচ্চবিদ্যালয় ও চওড়া উচ্চবিদ্যালয় থেকে দুজন করে জিপিএ-৫ পেয়েছে। আর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, বাঙ্গালীপুর উচ্চবিদ্যালয়, খালিশা বেলপুকুর উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষণপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, বোতলাগাড়ী উচ্চবিদ্যালয়, ছমির উদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় থেকে একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ