হোম > সারা দেশ > নীলফামারী

সৈয়দপুরে তিন প্রতিষ্ঠানে শতভাগ পাস

সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এবারের এসএসসি পরীক্ষায় নীলফামারীর সৈয়দপুরের তিনটি প্রতিষ্ঠানে শতভাগ পরীক্ষার্থী পাস করেছে। প্রতিষ্ঠান তিনটি হচ্ছে— সরকারি বিজ্ঞান কলেজ, তুলসীরাম সরকারি বালিকা উচ্চবিদ্যালয় ও আল-ফারুক একাডেমি।

আজ শুক্রবার প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায়, উপজেলার ২৮টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৩ হাজার ২৫১ জন পরীক্ষায় অংশ নেয়। তাদের মধ্যে পাস করেছে ২ হাজার ৬৮৬ জন। পাসের হার ৭৯ দশমিক ৯১। এ ছাড়া ১৯টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪৬৩ পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। 

সৈয়দপুরে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যার দিক দিয়ে শীর্ষে রয়েছে লায়ন্স স্কুল অ্যান্ড কলেজ। এখান থেকে ৩৮৬ জন পরীক্ষা দিয়ে পাস করেছে ৩৭৯ জন। জিপিএ-৫ পেয়েছে ১২৯ জন। 

দ্বিতীয় অবস্থানে থাকা সৈয়দপুর ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজ থেকে ১২৩ জন জিপিএ-৫ পেয়েছে। এ প্রতিষ্ঠান থেকে পরীক্ষায় ২২৫ জন অংশ নিয়ে পাস করে ২২৩ জন। আর তৃতীয় অবস্থানে রয়েছে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ। এ কলেজের ১১৬ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই পাস করেছে। জিপিএ-৫ পেয়েছে ১০৮ জন। 

এ ছাড়া জিপিএ-৫ পাওয়া ৩৫ জন নিয়ে আল-ফারুক একাডেমি চতুর্থ, ২৪ জন নিয়ে তুলসীরাম বালিকা উচ্চবিদ্যালয় পঞ্চম, ১৬ জন নিয়ে সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ ষষ্ঠ ও ৯ জন নিয়ে সৈয়দপুর ক্যান্টনমেন্ট বোর্ড উচ্চবিদ্যালয় সপ্তম অবস্থানে রয়েছে। 

সেই সঙ্গে সৈয়দপুর উচ্চবিদ্যালয় ও সৈয়দপুর আদর্শ বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ থেকে তিনজন করে এবং শেরে বাংলা উচ্চবিদ্যালয়, সিপাইগঞ্জ উচ্চবিদ্যালয় ও চওড়া উচ্চবিদ্যালয় থেকে দুজন করে জিপিএ-৫ পেয়েছে। আর সৈয়দপুর পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ও কলেজ, বাঙ্গালীপুর উচ্চবিদ্যালয়, খালিশা বেলপুকুর উচ্চবিদ্যালয় ও কলেজ, লক্ষণপুর উচ্চবিদ্যালয় ও কলেজ, বোতলাগাড়ী উচ্চবিদ্যালয়, ছমির উদ্দীন আদর্শ উচ্চবিদ্যালয় এবং বিদ্যুৎ উন্নয়ন বোর্ড উচ্চবিদ্যালয় থেকে একজন করে পরীক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত