হোম > সারা দেশ > গাইবান্ধা

পলাশবাড়ীতে প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন

পলাশবাড়ী (গাইবান্ধা)  প্রতিনিধি

প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন। ছবি: আজকের পত্রিকা

গাইবান্ধার পলাশবাড়ীতে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) কর্তৃক বিদ্যুৎ গ্রাহকদের প্রিপেইড মিটার স্থাপন বাতিলের দাবিতে মানববন্ধন হয়েছে। আজ রোববার দুপুর ১২টার দিকে পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজ ও নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির যৌথ উদ্যোগে উপজেলার চৌমাথা মোড় এলাকায় এই কর্মসূচি হয়।

পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। এতে পলাশবাড়ী নেসকোর গ্রাহকেরা ছাড়াও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা নেসকোর প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা বন্ধের জোর দাবি জানান। সেই সঙ্গে দাবি মানা না হলে প্রিপেইড মিটার স্থাপনের চেষ্টা প্রতিহত করার ঘোষণাও দেন তাঁরা।

পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে স্মারকলিপি দেন। এ ছাড়া স্মারকলিপির একটি অনুলিপি পলাশবাড়ী নেসকোর আবাসিক প্রকৌশলীকে দেওয়া হয়েছে।

পলাশবাড়ী সচেতন নাগরিক সমাজের সদস্যসচিব রবিউল ইসলাম লিয়াকত এতে সভাপতিত্ব করেন। স্থানীয় মিজানুর রহমান নিক্সন এতে সঞ্চালনা করেন।

মানববন্ধনে বক্তব্য দেন পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধান, পলাশবাড়ী মডেল প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, নাগরিক স্বার্থ সংরক্ষণ কমিটির আহ্বায়ক মুশফিকুর রহমান মিল্টন, উপজেলা হাটবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, বহুমুখী ব্যবসায়ী সমিতির নেতা আব্দুস সোবাহান প্রমুখ।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু