হোম > সারা দেশ > কুড়িগ্রাম

ফুলবাড়ী সীমান্তে পৌনে ৩ লাখ টাকার ভারতীয় কসমেটিকস জব্দ 

প্রতিনিধি


 ফুলবাড়ী (কুড়িগ্রাম): কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন কোম্পানির নিম্নমানের কসমেটিক জব্দ করেছে। আজ সোমবার সকাল সাড়ে ৬টায় বিজিবির টহলদল আন্তর্জাতিক মেইন পিলারের সাব পিলার থেকে বাংলাদেশের ২৫০ গজ অভ্যন্তরে চরগোরকমন্ডল শয়তানের মোড় এলাকা থেকে এগুলো জব্দ করে।

বিজিবি সূত্রে জানা যায়, সোমবার সকাল সাড়ে ৬টায় গোরকমন্ডল বিওপি ক্যাম্পের হাবিলদার মেরাজুল ইসলামের নেতৃত্বে বিজিবি’র টহলদল চরগোরকমন্ডল শয়তানের মোড় এলাকায় চোরাকারবারিকে ধাওয়া করে। এ সময় চোরাকারবারিরা একটি বাইসাইকেলসহ কসমেটিক সামগ্রী ফেলে পালিয়ে যায়। পরে বাইসাইকেলসহ এগুলো জব্দ করে গোরকমন্ডল ক্যাম্পে নিয়ে আসা হয়।

জব্দকৃত সামগ্রীর মধ্যে রয়েছে, বাইসাইকেল একটি, নিভিয়া সফট ক্রিম ৩৬০টি, ক্লিন অ্যান্ড ক্লিয়ার ক্রিম ১২৪ টি, ৩৬টি জনসন বেবি সোপ, স্ক্রিন সাইন ক্রিমসহ আরও অনেকগুলো পণ্য জব্দ করে। যার আনুমানিক মূল্য ২ লাখ ৭২ হাজার ৩৪০ টাকা।

এ বিষয়টি বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল এস এম তৌহিদুল-আলম বিষয়টি নিশ্চিত করে জানান, বাইসাইকেলসহ ভারতীয় নিম্নমানের কসমেটিক সামগ্রীর আনুমানিক মূল্য ২ লক্ষ ৭২ হাজার ৩৪০ টাকা। 

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু

গাইবান্ধা-১: প্রার্থিতা ফিরে পেলেন জামায়াত নেতা মাজেদ