হোম > সারা দেশ > রংপুর

পীরগাছায় নেশাগ্রস্ত অবস্থায় ছাদ থেকে পড়ে কিশোরের মৃত্যু

পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় নেশাগ্রস্ত অবস্থায় মাদ্রাসার ছাদ থেকে পড়ে এক কিশোরের (১৬) মৃত্যু হয়েছে। গতকাল সোমবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সে মারা যায়।

এর আগে রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সদর ইউনিয়নের জমানবীশ বালিকা দাখিল মাদ্রাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ইউপি সদস্য আবুল কাশেম মিন্টু জানান, গত সোমবার রাত সাড়ে ৯টার দিকে ওই কিশোরসহ তার দুই বন্ধু মাদ্রাসার ছাদের ওপর টিউবে ব্যবহৃত আঠা (গাম) খেয়ে নেশা করে। অতিরিক্ত নেশাগ্রস্ত হওয়ায় ছাদ থেকে নিচে পড়ে যায় সে। এ সময় তার সঙ্গে থাকা দুই বন্ধু পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন কিশোরকে উদ্ধার করে প্রথমে পীরগাছা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সোমবার ভোররাতে সে মারা যায়।

কিশোরের বাবা বলেন, ‘আমার ছেলে ঢাকায় একটি প্রেসে শ্রমিক হিসেবে কাজ করত। ঈদের ছুটিতে বাড়িতে এসে আর ফিরে যায়নি। বন্ধুর পাল্লায় পড়ে সে চিরকালের জন্য হারিয়ে গেল।’

এ বিষয়ে জানতে চাইলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুমুর রহমান বলেন, ‘ছেলেটি গাম দিয়ে নেশা করত বলে আমরা জেনেছি। যেহেতু রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে, তাই বিষয়টি কোতোয়ালি থানা দেখবে।’

যোগাযোগ করা হলে রংপুর কোতোয়ালি থানার ইউডি মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) জাহিদ হোসেন বলেন, ‘ছাদ থেকে পড়ে মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই পরিবারের কোনো অভিযোগ না থানায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে একটি ইউডি মামলা দায়ের করা হবে।’

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত