হোম > সারা দেশ > রংপুর

শিশু ধর্ষণের চেষ্টা: অভিযুক্ত ব্যক্তি নিজেকে পাগল দাবি করায় ছেড়ে দেয় পুলিশ 

শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় দুইটি শিশুকে ফুসলিয়ে অপহরণ করে ধর্ষণ চেষ্টার অভিযোগে নাইমুল ইসলাম নাকু নামের ব্যক্তিকে আটক করে গ্রামবাসি। আজ বৃহস্পতিবার দুপুরে মাঝিড়া ইউনিয়নের মাঝিড়াপাড়া গ্রামে এই ঘটনা ঘটে। আটক হওয়া ব্যক্তি বগুড়া কাহালু উপজেলার বীরকেদার ইউনিয়নের ঝিনাই গ্রামের মৃত হোসেন মিয়ার ছেলে নাইমুল ইসলাম নাকু (৩৫)। এ সময় পুলিশের সামনে নিজেকে পাগল হিসেবে উপস্থাপন করে ঘটনাস্থল থেকে ছাড়া পেয়েছে ওই যুবক।

ভুক্তভোগী শিশুর মা বলেন, ‘আমার স্বামী অফিসে ছিল। বেলা সাড়ে ১১টার দিকে মেয়ে বাড়ির পাশে দোকান থেকে ফেরার সময় নাইমুল ইসলাম নাকুর খপ্পরে পড়ে। কোন রকমে রক্ষা পেয়ে বাড়িতে এসে আমাকে ঘটনা জানায়। মেয়ে খুব ভয় পেয়ে ফুঁপিয়ে কান্না করছিল। আমি বাইরে অনেক খুঁজে ওই লোককে আর পাই নাই।’ 

আরও এক ভুক্তভোগী শিশুর পিতা বলেন, ‘মহাসড়কের সঙ্গে আমার দোকানে মেয়েকে নিয়ে বসেছিলাম। পানি পান করার জন্য মেয়ে দোকানের পাশে বাসায় যায়। এ সময় নাইমুল ইসলাম নাকু আমার মেয়েকে বাড়ির পাশে ফাঁকা স্থানে ফুসলিয়ে নিয়ে ধর্ষণ চেষ্টা করে এবং মেয়েকে অপহরণের চেষ্টা করে। মেয়ে কোন রকমে ছাড়া পেয়ে আমার কাছে গিয়ে ঘটনা খুলে বলে। এর মধ্যে নাকু নামের লোকটি সেখান থেকে গ্রামের মধ্যে পালিয়ে যায়। আমি এবং গ্রামের লোকজন খুঁজে তাকে ধরে আনি। গ্রামের লোকজনের সহায়তায় তাকে আটক রেখে পুলিশে খবর দেই। পুলিশ এসে তাকে পাগল বলে ছেড়ে দেন। তবে আমি থানায় অভিযোগ করতে চেয়েছিলাম।’ 

স্থানীয়রা আজকের পত্রিকাকে জানান, আটক হওয়া ব্যক্তি এর আগেও এই গ্রামে দু একবার দেখেছি। শিশুকে ধর্ষণের জন্য অপহরণের চেষ্টা করছিল বলে আমরা সন্দেহ করছি। 

অভিযুক্ত নাইমুল ইসলাম নাকু বলেন, ‘আমি একবার সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলাম। এরপর থেকে আমার মাথা মাঝে মধ্যে কাজ করে না। কখন আমি কী করি আমি কিছুই জানি না।’ 

শাজাহানপুর থানার এসআই আব্দুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘নাইমুল ইসলাম নাকু একজন মানসিক ভারসাম্যহীন পাগল প্রকৃতির লোক। পাগলের কোন বিচার হয় না। তাই তাকে ছেড়ে দেওয়া হয়েছে।’

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার