অটোরিকশার ধাক্কায় নীলফামারীতে মো. রিফাত (১২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার নীলফামারী-সৈয়দপুর সড়কের কাচারী বাজার এলাকায় এ ঘটনা ঘটে। সে সদর উপজেলার বড় সংগলশী চেয়ারম্যান পাড়ার অহিদুল ইসলামের ছেলে।
পুলিশ জানায়, শিশু রিফাত নিজ বাড়ি থেকে বের হয়ে সড়ক পার হচ্ছিল। এ সময় ওই অটোরিকশাটির ধাক্কায় সে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সদর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর অটোরিকশাচালক পালিয়ে যায়।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তানভিরুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘অটোরিকশাটি স্থানীয়দের হেফাজতে রয়েছে। চালক এখনো শনাক্ত হয়নি। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান আছে।’