হোম > সারা দেশ > লালমনিরহাট

শিক্ষার্থীর ওপর হামলার নিন্দা জানিয়ে ২ ছাত্রলীগ নেতার পদত্যাগ

লালমনিরহাট প্রতিনিধি

শিক্ষার্থীর ওপর হামলার তীব্র নিন্দা জানিয়ে নিজেকে রাজাকার দাবি করে স্বেচ্ছায় পদত্যাগ করেছেন লালমনিরহাটের ছাত্রলীগের দুই নেতা। গতকাল সোমবার রাতে নিজের ফেসবুকে পোস্ট দিয়ে পদত্যাগের ঘোষণা দেন তাঁরা। 

পদত্যাগের ঘোষণা দেওয়া দুই নেতা হলেন—লালমনিরহাট সদর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আরিফুজ্জামান আরিফ ও লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজমাউল খন্দকার। 

পদত্যাগ করা আরিফুজ্জামান আরিফ ফেসবুকে লিখেন, ‘আমি আরিফুজ্জামান আরিফ সাংগঠনিক সম্পাদক বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট সদর উপজেলা এই পদে দীর্ঘ ছয় বছর ধরে দায়িত্ব পালন করে আসছি। আমি সজ্ঞানে এই পদ থেকে অব্যাহতি নিলাম। আমি বা আমার পরিবার কেউ মুক্তিযোদ্ধা না, আমরা রাজাকার।’ 

এদিকে লালমনিরহাট সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আজমাউল খন্দকার তাঁর ফেসবুক পোস্টে লিখেন, ‘আমি সর্বদাই শিক্ষাভিত্তিক রাজনীতি চর্চা করেছি। শিক্ষা ও জ্ঞান লাভ ছিল আমার পরমব্রত। তবে আজকের আক্রমণাত্মক ছাত্ররাজনীতি আমায় ব্যথিত করেছে ও আমার সংবেদনশীল অনুভূতিতে আঘাত হেনেছে। সহিংসতা ও রক্তক্ষয়ের রাজনীতি আমার ব্যক্তিগত নৈতিকতাবিরোধী। তাই আমি সজ্ঞানে আমার মস্তিষ্কের দুইশ বিলিয়ন নিউরন ব্যবহার করে বিবেকের দাঁড়িপাল্লায় দাঁড়িয়ে আজ থেকে ছাত্ররাজনীতি থেকে সরে গেলাম এবং বাংলাদেশ ছাত্রলীগ লালমনিরহাট সরকারি কলেজ শাখার সাংগঠনিক সম্পাদক পদ থেকে পদত্যাগ করলাম।’ 

পদত্যাগের ঘোষণা কেয়া আরিফুজ্জামান আরিফ বলেন, ‘আমার ফেসবুকে আমিই লিখেছি। যা আমার কাছে সঠিক মনে হয়েছে সেটি তুলে ধরেছি। ঘোষণা দিয়েই পদত্যাগ করেছি ছাত্রলীগ থেকে।’ 

আজমাউল খন্দকার বলেন, ‘আমার ব্যক্তিগত পেজে ব্যক্তিগত মন্তব্যই লিখেছি। যা লিখেছি সেটাই সঠিক।’ 

এ বিষয়ে জানতে চাইলে লালমনিরহাট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফ ইসলাম বলেন, ‘ফেসবুকে পদত্যাগকারী ওই দুই নেতা ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছেন। তাঁরা ছাত্রলীগ নেতা হয়ে ভিন্ন মতাদর্শ লালন করেন। তাঁরা ছাত্রলীগ থেকে স্বেচ্ছায় বেরিয়ে গেছে এতে আমরা খুশি। এরা ছাত্রলীগে কীভাবে ঢুকেছে এটি খতিয়ে দেখা হচ্ছে।’

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ