হোম > সারা দেশ > রংপুর

রংপুর থেকে এনসিপির জুলাই পদযাত্রা শুরু

রংপুর প্রতিনিধি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে রংপুরে পদযাত্রা। ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আয়োজনে মাসব্যাপী ‘জুলাই পদযাত্রা’ রংপুর শহরে শহীদ আবু সাঈদের গুলিবিদ্ধ হওয়ার স্থান থেকে শুরু হয়েছে। শেষ হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। আজ মঙ্গলবার (১ জুলাই) সন্ধ্যা পৌনে ৭টার দিকে শুরু হওয়া পদযাত্রায় হাজারো মানুষ অংশ নেন। পদযাত্রায় অংশ নেওয়া নেতা-কর্মীরা নানা স্লোগানে পুরো এলাকা মুখরিত করে তোলেন। রংপুর জেলা ছাড়াও আশপাশের জেলার নেতা-কর্মীরা এতে অংশ নেন।

এর আগে বিকেল সাড়ে ৫টার দিকে গাইবান্ধা থেকে জুলাই পদযাত্রার অংশ হিসেবে রংপুরে এসে পৌঁছান নেতা-কর্মীরা। বিশ্রাম ও খাওয়াদাওয়ার পর সন্ধ্যায় রংপুর শহরের পার্ক মোড় থেকে পুনরায় পদযাত্রা শুরু হয়।

দিনের শুরুতেই সকাল ১০টায় রংপুরের পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা করেন নেতারা। এখান থেকেই তাঁদের দাবিগুলোর প্রতিধ্বনি হয় নতুন করে।

জুলাই মাসজুড়ে চলমান এই কর্মসূচির নেতৃত্ব দেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ ও জ্যেষ্ঠ যুগ্ম সদস্যসচিব তাসনিম জারা।

দলটির পক্ষ থেকে জানানো হয়, ‘এই পদযাত্রা শুধু প্রতীকী নয়, এটি একটি কাঠামোগত রাজনৈতিক সংস্কারের রূপরেখা। শহীদ আবু সাঈদের স্মৃতি থেকে এই পরিবর্তনের অনুপ্রেরণা নিচ্ছি।’

আগামী কয়েক দিন রংপুর বিভাগজুড়ে এনসিপির এই কর্মসূচি আরও বিস্তৃত আকারে চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতারা।

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ

রংপুর-৩ আসনে জি এম কাদেরের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ