হোম > সারা দেশ > রংপুর

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। আজ রোববার সকালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে করা এক মানববন্ধনে এই দাবি জানানো হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলা প্রেসক্লাব তারাগঞ্জের উদ্যোগে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে বিনা পরোয়ানায় গুমের উদ্দেশ্যে মধ্যরাতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তুলে নেওয়া হয়। ১৯ ঘণ্টা পর মধ্যরাতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয় এবং রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। 

ওই মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়। মধ্যরাতে সাংবাদিককে তুলে নেওয়া, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা ও শামসুজ্জামান শামসকে কারাগারে পাঠানো মূলত ভয় দেখানো এবং সাংবাদিকের কণ্ঠরোধের জন্য করা হয়েছে। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তাও হুমকির মুখে। তাই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও শামসুজ্জামান শামসকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। 

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক বিপ্লব হোসেন অপু, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বিজয়, রিপোর্টার্স ইউনিট তারাগঞ্জ শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া, দৈনিক বাংলার রংপুর প্রতিনিধি মীর আনোয়ার আলী, দৈনিক আজকের পত্রিকার রংপুর প্রতিনিধি শিপুল ইসলাম, বায়ান্নর আলোর নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম আপন, বাংলাদেশের আলো পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি রহমত মণ্ডল, দৈনিক আজকের জনবাণী পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি মোতালেব হোসেন, তৃতীয় মাত্রা পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি নাহিদুজ্জামান নাহিদ, দেশবাংলা পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি জুয়েল ইসলাম, প্রথম খবরের তারাগঞ্জ প্রতিনিধি তারাজুল ইসলাম জাগোরংপুরের তারাগঞ্জ প্রতিনিধি আমজাদ হোসাইন, বাংলাদেশ বুলেটিনের কিশোরগঞ্জ প্রতিনিধি সামছুজ্জামান সুমন, সাংবাদিক ওমর ফারুক, আসাদুজ্জামান ও সুজন প্রামাণিক।

পাঁচবার তফসিল পরিবর্তন, বেরোবিতে নির্বাচন না হলে কেন নাটক: ছাত্রশিবির

ব্রাকসুর সকল কার্যক্রম স্থগিত

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত