হোম > সারা দেশ > রংপুর

ডিজিটাল নিরাপত্তা আইন বাতিলের দাবিতে রংপুরে মানববন্ধন

রংপুর প্রতিনিধি

রংপুরের তারাগঞ্জে প্রথম আলো সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলা প্রত্যাহার ও পত্রিকাটির নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসের নিঃশর্ত মুক্তির দাবি জানানো হয়েছে। আজ রোববার সকালে ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল চেয়ে করা এক মানববন্ধনে এই দাবি জানানো হয়েছে। বেলা ১১টার দিকে উপজেলা প্রেসক্লাব তারাগঞ্জের উদ্যোগে রংপুর-দিনাজপুর মহাসড়কের তারাগঞ্জ উপজেলা পরিষদের সামনে এই মানববন্ধন হয়। 

মানববন্ধনে বক্তারা বলেন, ২৬ মার্চ প্রথম আলোয় প্রকাশিত একটি প্রতিবেদনকে কেন্দ্র করে বিনা পরোয়ানায় গুমের উদ্দেশ্যে মধ্যরাতে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামসকে তুলে নেওয়া হয়। ১৯ ঘণ্টা পর মধ্যরাতে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। ৩০ ঘণ্টা পর বৃহস্পতিবার তাঁকে আদালতে তোলা হয় এবং রমনা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে করা একটি মামলায় তাঁকে কারাগারে পাঠানো হয়। 

ওই মামলায় প্রথম আলো সম্পাদক মতিউর রহমানকেও আসামি করা হয়। মধ্যরাতে সাংবাদিককে তুলে নেওয়া, প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা ও শামসুজ্জামান শামসকে কারাগারে পাঠানো মূলত ভয় দেখানো এবং সাংবাদিকের কণ্ঠরোধের জন্য করা হয়েছে। এ অবস্থায় গণমাধ্যমকর্মীদের পেশাগত নিরাপত্তাও হুমকির মুখে। তাই ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল করতে হবে, সম্পাদক মতিউর রহমানের বিরুদ্ধে মামলা প্রত্যাহার ও শামসুজ্জামান শামসকে নিঃশর্ত মুক্তি দিতে হবে। 

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক বিপ্লব হোসেন অপু, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বিজয়, রিপোর্টার্স ইউনিট তারাগঞ্জ শাখার সভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম, প্রথম আলোর তারাগঞ্জ প্রতিনিধি রহিদুল মিয়া, দৈনিক বাংলার রংপুর প্রতিনিধি মীর আনোয়ার আলী, দৈনিক আজকের পত্রিকার রংপুর প্রতিনিধি শিপুল ইসলাম, বায়ান্নর আলোর নিজস্ব প্রতিবেদক আশরাফুল ইসলাম আপন, বাংলাদেশের আলো পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি রহমত মণ্ডল, দৈনিক আজকের জনবাণী পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি মোতালেব হোসেন, তৃতীয় মাত্রা পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি নাহিদুজ্জামান নাহিদ, দেশবাংলা পত্রিকার তারাগঞ্জ প্রতিনিধি জুয়েল ইসলাম, প্রথম খবরের তারাগঞ্জ প্রতিনিধি তারাজুল ইসলাম জাগোরংপুরের তারাগঞ্জ প্রতিনিধি আমজাদ হোসাইন, বাংলাদেশ বুলেটিনের কিশোরগঞ্জ প্রতিনিধি সামছুজ্জামান সুমন, সাংবাদিক ওমর ফারুক, আসাদুজ্জামান ও সুজন প্রামাণিক।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ