হোম > সারা দেশ > কুড়িগ্রাম

বানের পানিতে ভেসে আসে অজ্ঞাত ব্যক্তির লাশ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামের রাজিবপুর উপজেলার মোহনগঞ্জ ইউনিয়নে ঢুষমারা থানার আওতাধীন কলকি হারা গ্রামে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দুপুরে কলকি হারা গ্রামে লাশটি বন্যার পানিতে ভেসে আসে বলে স্থানীয়দের বরাত দিয়ে জানায় পুলিশ।

ঢুষমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, শুক্রবার মোহনগঞ্জ ইউনিয়নের কলকি হারা গ্রামে বন্যার পানিতে লাশটি ভেসে আসে। একইদিন দুপুরে স্থানীয় গ্রাম-পুলিশের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করে মর্গে পাঠায়। আজ শনিবার দুপুর পর্যন্ত নিহতের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ ও স্থানীয়রা।

ওসি মোস্তাফিজুর রহমান বলেন, ‘লাশটি বন্যার পানিতে ভেসে এসেছে। উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।’

 ‘বিভিন্ন সূত্রে জানা গেছে, নিহত ব্যক্তিকে পার্শ্ববর্তী জামালপুর জেলাধীন এলাকায় দেখা গিয়েছিল। তিনি মানসিক ভারসাম্যহীন ছিলেন বলেও শোনা যাচ্ছে। তবে এখনো তা নিশ্চিত হওয়া যায়নি’ যোগ করেন ওসি।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু