হোম > সারা দেশ > রংপুর

নিজের মেয়েকে সরকারি প্রাথমিকে ভর্তি করালেন ইউএনও

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

বিত্তশালী পরিবারের সন্তানের প্রাক্‌-শিক্ষা সাধারণত ইংলিশ মিডিয়াম কিংবা কিন্ডারগার্টেন দিয়ে শুরু হয়। সরকারি বড় কর্মকর্তাদের সন্তানদের বেলায়ও তাই। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না। তিনি নিজের মেয়ে মুসসারাত তাসবিহ ইমামকে (৫) উপজেলার কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন।

গত রোববার ইউএনও স্কুলে উপস্থিত হয়ে মেয়েকে প্রাক্‌ -প্রাথমিক শাখায় ভর্তি করান।

এ সময় ইউএনও নাহিদ তামান্না বলেন, ‘সরকারি স্কুলে এখন শিক্ষাব্যবস্থা আগের তুলনায় অনেক ভালো। এ জন্য মেয়েকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছি। এ ছাড়া সরকারি স্কুলের শিক্ষকেরা অনেক ক্ষেত্রে দক্ষ এবং আন্তরিক। আমি আশা করব, সকল অভিভাবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেন তাঁদের সন্তানদের পড়ান।’

সহকারী শিক্ষক সফিয়ার মোহাম্মাদ জাকিউল আলম স্বপন বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ। এতে আরও অনেকের সন্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য অনুপ্রাণিত হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে প্রধান শিক্ষক নাসরীন পারভীন বলেন, একজন উপজেলা পর্যায়ের বড় কর্মকর্তা তাঁর সন্তানকে প্রত্যন্ত অঞ্চলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে নজির সৃষ্টি করলেন। সকলের মনোভাব যদি এমন হয়, তাহলে শিক্ষার মান পরিবর্তন ও টেকসই হবে।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ