হোম > সারা দেশ > রংপুর

নিজের মেয়েকে সরকারি প্রাথমিকে ভর্তি করালেন ইউএনও

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

বিত্তশালী পরিবারের সন্তানের প্রাক্‌-শিক্ষা সাধারণত ইংলিশ মিডিয়াম কিংবা কিন্ডারগার্টেন দিয়ে শুরু হয়। সরকারি বড় কর্মকর্তাদের সন্তানদের বেলায়ও তাই। তবে এ ক্ষেত্রে ব্যতিক্রম গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদ তামান্না। তিনি নিজের মেয়ে মুসসারাত তাসবিহ ইমামকে (৫) উপজেলার কলাগাছী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছেন।

গত রোববার ইউএনও স্কুলে উপস্থিত হয়ে মেয়েকে প্রাক্‌ -প্রাথমিক শাখায় ভর্তি করান।

এ সময় ইউএনও নাহিদ তামান্না বলেন, ‘সরকারি স্কুলে এখন শিক্ষাব্যবস্থা আগের তুলনায় অনেক ভালো। এ জন্য মেয়েকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়েছি। এ ছাড়া সরকারি স্কুলের শিক্ষকেরা অনেক ক্ষেত্রে দক্ষ এবং আন্তরিক। আমি আশা করব, সকল অভিভাবক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেন তাঁদের সন্তানদের পড়ান।’

সহকারী শিক্ষক সফিয়ার মোহাম্মাদ জাকিউল আলম স্বপন বলেন, ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করানোর জন্য স্যারকে আন্তরিক ধন্যবাদ। এতে আরও অনেকের সন্তান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তির জন্য অনুপ্রাণিত হবে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তাকে ধন্যবাদ জানিয়ে প্রধান শিক্ষক নাসরীন পারভীন বলেন, একজন উপজেলা পর্যায়ের বড় কর্মকর্তা তাঁর সন্তানকে প্রত্যন্ত অঞ্চলের একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি করিয়ে নজির সৃষ্টি করলেন। সকলের মনোভাব যদি এমন হয়, তাহলে শিক্ষার মান পরিবর্তন ও টেকসই হবে।

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ