হোম > সারা দেশ > রংপুর

গঙ্গাচড়ায় অপারেশন ডেভিল হান্টে শ্রমিক লীগ সভাপতি গ্রেপ্তার

 গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

অপারেশন ডেভিল হান্টে গ্রেপ্তার শ্রমিক লীগ নেতা করে চান মিয়া। ছবি: সংগৃহীত

রংপুরের গঙ্গাচড়ায় ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে চান মিয়া (৪৩) নামের এক শ্রমিক লীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গঙ্গাচড়া মডেল থানার পুলিশের অভিযানে গঙ্গাচড়া বাজার থেকে তাঁকে আটক করা হয়।

আজ বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল এমরান।

চান মিয়া আলমবিদিতর ইউনিয়নের মণ্ডলের হাট এলাকার মনতাজ উদ্দিনের ছেলে। তিনি আলমবিদিতর ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি।

পুলিশ জানায়, চান মিয়ার বিরুদ্ধে দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি, রাষ্ট্রের নিরাপত্তা, জননিরাপত্তা তথা জনশৃঙ্খলা বিঘ্ন করে জনমনে ক্ষোভ ও উত্তেজনা সৃষ্টির অভিপ্রায়ে জনসমক্ষে প্রচারণা চালানোসহ আমলযোগ্য অপরাধ করার প্রস্তুতির অভিযোগ আছে।

ওসি আল এমরান বলেন, ‘অপারেশন ডেভিল হান্ট’ পরিচালনা করে চান মিয়াকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাঁকে বিজ্ঞ আদালতে পাঠানো প্রক্রিয়াধীন।

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ

ফুলবাড়ীতে অবৈধ বালু পরিবহনের দায়ে ট্রলিচালকের কারাদণ্ড

নীলফামারীর কিশোরগঞ্জে ট্রাক্টরের ফলায় ছিন্নভিন্ন হয়ে যুবকের মৃত্যু