হোম > সারা দেশ > রংপুর

রংপুরে নৌকা মার্কার প্রতীকে অগ্নিসংযোগ

গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি

রংপুরের গঙ্গাচড়া উপজেলার নোহালী ইউনিয়নে নৌকা মার্কার প্রতীকে অগ্নিসংযোগ এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়ে ফেলেছেন দুর্বৃত্তরা। গতকাল শনিবার নোহালী ইউনিয়নের পূর্ব কচুয়া বাঁধের পাড় ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আজিজুল ইসলামের বাড়ির সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে। 

এ ঘটনায় ওই ইউনিয়নে সাধারণ ভোটারদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। সংঘর্ষ এড়াতে আজ রোববার রাত থেকে পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। 

স্থানীয় বাসিন্দা নার্গিস বেগম বলেন, ‘রাত ২টার দিকে দেখি রাস্তার মাঝখানে আগুন জ্বলছে। বাড়ি থেকে বের হয়ে দেখি নৌকার মাঝখানে আগুন। এ সময় কয়েকজন লোক দৌড়ে পালিয়ে যায়।’ 

নোহালী ইউনিয়নের নৌকা মার্কার প্রার্থী আবুল কালাম আজাদ টিটুল আজকের পত্রিকাকে বলেন, ‘আমি বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। বঙ্গবন্ধুর রাজনীতি আমাকে সহিংসতা শেখায়নি। প্রশাসনকে অনুরোধ করব, যারা নৌকায় আগুন দিয়েছে এবং বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি ছিঁড়েছে তাদের খুঁজে বের করে যেন দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়।’ 

রিটার্নিং অফিসার ও গঙ্গাচড়া উপজেলা সমবায় কর্মকর্তা আবতাবুজ্জামান বলেন, ‘অগ্নিসংযোগের খবর পেয়েছি। অভিযোগের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য পুলিশ প্রশাসনকে জানানো হয়েছে।’ 

এ বিষয়ে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘অগ্নিসংযোগের অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে। সেখানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। তদন্ত সাপেক্ষে অভিযোগের আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গঙ্গাচড়ায় নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রাখতে পুলিশ সর্বদা তৎপর রয়েছে।’ 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ