হোম > সারা দেশ > রংপুর

লালমনিরহাটে আনসারুল্লাহ বাংলা টিমের ৫ সদস্যের যাবজ্জীবন

লালমনিরহাট প্রতিনিধি

নিষিদ্ধ ঘোষিত আনসারুল্লাহ বাংলা টিমের পাঁচ সদস্যের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন লালমনিরহাট আদালত। আজ বুধবার দুপুরে লালমনিরহাট বিশেষ ট্রাইব্যুনাল-১ এর বিচারক ও জেলা দায়রা জজ মিজানুর রহমান এই রায় দেন। আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন–কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরত মদাতী গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে হাসান আলী, আব্দুল জলিলের ছেলে আসমত আলী ওরফে লাল্টু, জাহাঙ্গীর আলমের ছেলে আবু নাঈম মিস্টার, সিরাজুল আলমের ছেলে আলী হোসেন এবং হাতীবান্ধা উপজেলার ডাওয়াবাড়ী এলাকার মুনছুর আলীর ছেলে শাফিউল ইসলাম সাদ্দাম।

সন্ত্রাস বিরোধী আইনে প্রত্যেককে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকার অর্থ দণ্ড অনাদায়ে আরও এক বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এদিকে জঙ্গি মামলার রায়কে কেন্দ্র করে আদালতে বাড়তি নিরাপত্তার ব্যবস্থা নেয় পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ৩০ অক্টোবর সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১৩ (রংপুর) এর একটি দল কালীগঞ্জ উপজেলার উত্তর মুশরত মদাতী এলাকায় অভিযান চালায়। র‍্যাবের উপস্থিতি টের থেকে অন্য সদস্যরা পালিয়ে গেলেও আটক হয় হাসান আলী, আসমত আলী, শাফিউল ইসলাম সাদ্দাম, আবু নাঈম মিস্টার ও আলী হোসেন। 

এ সময় তাঁদের কাছ থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র, গান পাউডার, তাজা গুলিসহ বেশ কিছু জেহাদী বই উদ্ধার করা হয়। এ ঘটনায় কালীগঞ্জ থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়।

দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) আকমল হোসেন আহমেদ বলেন, এটি একটি যুগান্তকারী রায়। সাজাপ্রাপ্তরা সবাই আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার