হোম > সারা দেশ > লালমনিরহাট

সমান ভোট পাওয়ায় ফল স্থগিত, স্বতন্ত্র প্রার্থীর সংবাদ সম্মেলন

কালীগঞ্জ (লালমনিরহাট) প্রতিনিধি

লালমনিরহাটের কালীগঞ্জের চন্দ্রপুর ইউনিয়নে তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে নৌকা ও স্বতন্ত্র প্রার্থী সমান ভোট পাওয়ায় ফলাফল স্থগিত করা হয়েছে। এদিকে স্বতন্ত্র প্রার্থী মো. জাহাঙ্গীর আলমের দাবি ভুয়া ব্যালট দিয়ে নৌকার ভোট বাড়িয়ে ফলাফল সমান করা হয়েছে। গতকাল সোমবার রাত ৮টায় নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করে তিনি এ দাবি করেন। 

চন্দ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মো. জাহাঙ্গীর আলম (মোটরসাইকেল মার্কা) সংবাদ সম্মেলন করে দাবি বলেন, ‘আমি বিজয়ী হয়েছি। আমার বিজয় এটা সুনিশ্চিত। আমাকে ষড়যন্ত্র করে তাঁরা ঝুলিয়ে রেখেছেন।  নির্বাচন কমিশনের কাছে দাবি করছি আমাকে বিজয়ী করা হোক। আমাকে বিজয়ী ঘোষণা করা না হলে আমি ট্রাইব্যুনালে যাব।’ 

সংবাদ সম্মেলনে নৌকায় সিল মারা ২০টি ব্যালট পেপার প্রদর্শন করে জাহাঙ্গীর বলেন, ‘গোসাইরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ওয়াশ রুমের ভেতর থেকে নৌকার সিল মারা ২০টি ভুয়া ব্যালট পেপার স্থানীয়রা উদ্ধার করেছেন। এগুলো ব্যালট নৌকার প্রার্থী মাহাবুবর রহমানের। এসব নৌকার কর্মীরা ভোট বক্সে রাখার সময় না পেয়ে ফেলে রেখেছে। এভাবে ভুয়া ব্যালট দিয়ে নৌকার ভোট বাড়িয়ে সমান অবস্থানের ফলাফল তৈরি করে ফলাফল স্থগিত করা হয়।’ 

লিখিত বক্তব্যে জাহাঙ্গীর বলেন, ‘চন্দ্রপুর ইউনিয়নের ভোট গ্রহণ শেষে ১১টি কেন্দ্রের মধ্যে যখন ৮টি কেন্দ্রের ফলাফলে আমি এগিয়ে ছিলাম, তখন উত্তর বালাপাড়া ভোট কেন্দ্র দখল করে প্রিসাইডিং অফিসারকে তালাবদ্ধ রেখে এবং পোলিং এজেন্টকে মারধর করে বিভিন্ন অনিয়ম করে ইচ্ছামতো ফলাফল শিট তৈরি করে প্রিসাইডিং অফিসারের স্বাক্ষর গ্রহণ করে। এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্টদের অভিযোগ করলেও তাঁরা কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি। এ ছাড়াও কোনো কেন্দ্রে চেয়ারম্যান ও সদস্যদের ভোটের কোনো মিল নেই।’ 

এ বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী মাহাবুবর রহমানের বলেন, ‘স্থানীয় সমর্থকদের মাধ্যমে নৌকায় সিল মারা ব্যালটের বিষয়ে শুনেছি। এসব ব্যালট তাঁদের কাছে কেন? এটা তো আইনশৃঙ্খলা বাহিনী উদ্ধার করার কথা। তারা নৌকার ভোট কমাতে ব্যালট চুরি করেছে। তাঁদের কাছে থাকা ব্যালটগুলো উদ্ধার করে গণনায় সম্পৃক্ত করতে প্রশাসনকে মৌখিকভাবে অনুরোধ করেছি। আমি লিখিত অভিযোগ দায়ের করব।’ 

কালীগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা মাহবুবা রহমান বলেন, ‘ভুয়া ব্যালট পেপার উদ্ধারের বিষয়ে কিছু জানি না। নিয়মানুযায়ী ওই ইউনিয়নে আবারও ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। কোনো অনিয়মের অভিযোগ পাইনি।’ 

এর আগে গত রোববার তৃতীয় ধাপের ইউপি নির্বাচনে চন্দ্রপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মো. মাহবুবর রহমান ও স্বতন্ত্র প্রার্থী কালীগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক মো. জাহাঙ্গীর আলম দুজনেই ৯ হাজার ৮৪০ ভোট পেয়ে সমান অবস্থানে রয়েছেন। যার ফলে এ ইউনিয়নের নির্বাচনের ফলাফল ঘোষণা করেনি রিটার্নিং কর্মকর্তা। বাকি ৭টি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী ৩ টিতে এবং স্বতন্ত্র প্রার্থী ৪ টিতে নির্বাচিত হয়েছেন। 

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার

রান্নার চাল ধোয়ার জন্য নলকূপের পাড়ে গৃহবধূ, মিলল গলাকাটা মরদেহ