হোম > সারা দেশ > লালমনিরহাট

হাতীবান্ধায় হত্যা মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রতিনিধি, হাতীবান্ধা (লালমনিরহাট)

লালমনিরহাট হাতীবান্ধা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে শামিম হোসেন (২৮) নামে এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় ছাত্রলীগ নেতা রশিদুল ইসলামকে (৩২) কে গ্রেপ্তার করেছে সিআইডি ও থানা–পুলিশ। আজ সোমবার সকালে হাতীবান্ধা উপজেলার দোলাপাড়া গ্রাম থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তারকৃত রশিদুল ইসলাম উপজেলার বড়খাতা দোলাপাড়া গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। এ ছাড়া তিনি বড়খাতা ডিগ্রি কলেজ ছাত্রলীগের সহ–সভাপতি। 

জানা যায়, ২০২০ সালের ২৯ নভেম্বর হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের বুড়াবাউরা গ্রামের আব্দুর রহমান আমুর সঙ্গে একই উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া গ্রামের তোয়াব আলী সঙ্গে জমি নিয়ে সংঘর্ষ হয়।

এ সময় আমিনুর রহমান আমুর ছেলে শামিম হোসেন ব্যাপক মারধরের শিকার হন। শামিম চিকিৎসাধীন অবস্থায় ৪ ডিসেম্বর রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। 

এ ঘটনায় শামিম হোসেনের বোন আশিকা আফরোজ বাদী হয়ে হাতীবান্ধা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে পুলিশ ওই মামলার প্রধান আসামি তোয়াব আলীকে (৩৮) গ্রেপ্তার করে জেলহাজতে পাঠায়। পরবর্তীতে মামলাটি লালমনিরহাট সিআইডি পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে হাতীবান্ধা থানা-পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এরশাদুল আলম। তিনি জানান, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকায় লালমনিরহাট সিআইডি পুলিশ রশিদুল ইসলাম নামে একজনকে গ্রেপ্তার করে লালমনিরহাটে নিয়ে গেছে। 

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার