হোম > সারা দেশ > গাইবান্ধা

সাদুল্যাপুরে বাসচাপায় ভ্যান আরোহী নারী নিহত

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্যাপুরে মহাসড়ক পার হতে গিয়ে যাত্রীবাহী বাসের চাপায় জাহেরা বেগম (৫৫) নামের এক ভ্যান আরোহী নারী নিহত হয়েছেন। এ সময় তাঁর স্বামী সৈয়দ আলী (৬০) ও সাত বছরের নাতি গুরুতর আহত হয়। গতকাল সোমবার রাতে উপজেলার ধাপেরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত জাহেরা বেগম রংপুরের পীরগঞ্জ উপজেলার কাবিলপুর ইউনিয়নের জামালপুর গ্রামের সৈয়দ আলীর স্ত্রী।

সাদুল্যাপুর ধাপেরহাট পুলিশ তদন্তকেন্দ্রের ইনচার্জ আব্দুস শুকুর মিয়া এ তথ্য জানিয়েছেন। স্থানীয়দের বরাত দিয়ে তিনি আজকের পত্রিকাকে বলেন, গতকাল সোমবার রাত ১১টার দিকে সৈয়দ আলী স্ত্রী-মেয়ে ও নাতিকে নিয়ে ধাপেরহাট বাসস্ট্যান্ডে যান। সেখানে তাঁর মেয়েকে ঢাকার বাসে উঠিয়ে দিয়ে ভ্যানযোগে স্ত্রী আর নাতিকে নিয়ে বাড়ি ফিরছিলেন। আন্ডারপাসের টার্নেড পয়েন্টে রাস্তা ক্রস করার সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই জাহেরা বেগম নিহত হন। আহত সৈয়দ আলী ও তাঁর নাতিকে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

আব্দুস শুকুর মিয়া আরও বলেন, খবর পেয়ে পলাশবাড়ী ও পীরগঞ্জের ফায়ার সার্ভিসের লোকজন গিয়ে উদ্ধার তৎপরতা চালায়। লাশ উদ্ধার করে রাতেই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

ফেসবুকে নির্বাচনী আর্থিক সহায়তা চাইলেন এনসিপির আখতার হোসেন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কোনো ভূরাজনৈতিক চাপ নেই: রংপুরে চীনা রাষ্ট্রদূত

তিস্তা সমস্যা সমাধানে টেকসই পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে সরকার: রিজওয়ানা হাসান

রংপুরে বস্তাবন্দী সেই নারীর লাশের পরিচয় মিলেছে

বেরোবিতে অভিযোগের সত্যতা পেয়েছে দুদক

চীনের সম্মতির অপেক্ষায় তিস্তা মহাপরিকল্পনা: সৈয়দা রিজওয়ানা হাসান

রূপলাল-প্রদীপ লাল হত্যার ঘটনায় এবি পার্টির এক নেতা গ্রেপ্তার

‘পোষা কুকুর’ মন্তব্যে তোলপাড়, পরে ভুল বলে স্বীকার করেন বদিউল আলম‎

রংপুরে কারাবন্দীকে নিয়ে প্রতারণা, গ্রাম পুলিশকে জরিমানা

রংপুরে অজ্ঞাতনামা নারীর বস্তাবন্দী লাশ উদ্ধার