হোম > সারা দেশ > রংপুর

আপিলে মনোনয়ন ফিরে পেলেন ২২ কাউন্সিলর

রংপুর প্রতিনিধি

রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচন আগামী ২৭ ডিসেম্বর। ১ ডিসেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই করে প্রার্থীর বৈধতা ঘোষণা করা হয়। এতে ৩৬ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয়ে যায়। আপিলের পর সেই ৩৬ জন কাউন্সিলরের ২২ জনের মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেছেন নির্বাচন কমিশন। 

আজ বুধবার বিকেলে রসিক নির্বাচনের রির্টানিং কর্মকর্তার স্টাফ অফিসার আফতাব হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, মনোনয়নপত্র যথাযথভাবে পূরণ না করা, হলফনামায় ত্রুটি, মামলা সংক্রান্ত তথ্য, শিক্ষাগত যোগ্যতাসহ কয়েকটি বিষয়ে ত্রুটি থাকায় সংরক্ষিত কাউন্সিলর পদের ৬৯ জনের মধ্যে ৭ প্রার্থীর মনোনয়ন বাতিল এবং সাধারণ কাউন্সিলর পদে ১৯৮ প্রার্থীর মধ্যে ২৯ জনের মনোনয়ন বাতিল করা হয়। 

যাচাই-বাছাইয়ের সকল প্রক্রিয়া শেষ করে সাধারণ কাউন্সিলর পদে ১৬৯ জন এবং সংরক্ষিত কাউন্সিলর পদে ৬২ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়। 

এ ছাড়া মনোনয়নপত্রে ত্রুটি না থাকায় আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন, বাংলাদেশ কংগ্রেস, খেলাফত মজলিশ, জাকের পার্টি ও তিন স্বতন্ত্র প্রার্থীসহ ১০ মেয়র প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

এরপর রসিক নির্বাচনে মনোনয়নপত্র যাচাই-বাছাই কার্যক্রমে ত্রুটিপূর্ণ মনোনয়ন বাতিলে রিটার্নিং কর্মকর্তার দেওয়া সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের শেষ সময় ৪ ডিসেম্বর নির্ধারণ করা হয়। এ সময়ের মধ্যে মনোনয়ন বাতিল হওয়া ৩৬ জনের মধ্যে ৩৩ জন আপিল করেন। 

বুধবার রংপুর বিভাগীয় কমিশনার কার্যালয়ে আপিলের শুনানি শেষে ২২ জনের মনোনয়নপত্র বৈধতা পায়। অপরদিকে আপিলের পরও ১২ জন কাউন্সিলর প্রার্থীর মনোনয়ন বাতিল করা হয়।

রসিক নির্বাচনের দায়িত্ব প্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন বলেন, যাচাই-বাছাই শেষে ৩৬ জনের মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়। এর মধ্যে ৩৩ জন আপিল করেন। আপিল শুনানি শেষে ২২ জনের মনোনয়ন বৈধতা পায়। ৮ ডিসেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন। ৯ ডিসেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে।  

ফের ব্রাকসুর তফসিল পরিবর্তন, নির্বাচন ২৫ ফেব্রুয়ারি

প্রশ্নপত্র ফাঁসের শিক্ষক নিয়োগ পরীক্ষা বাতিল করে নতুন করে নিতে হবে: আখতার হোসেন

মানুষ মনে করে, ৫ আগস্টের আগের পুলিশ কেন গ্রেপ্তার করবে, কেন রাস্তা ছাড়তে বলবে—আইজিপির আক্ষেপ

কাউনিয়া স্বাস্থ্য কমপ্লেক্স: ওয়ার্ডে পানি সরবরাহ বন্ধ ভোগান্তিতে রোগী-স্বজন

শিক্ষক নিয়োগ পরীক্ষায় ‘প্রশ্নপত্র ফাঁস’: স্বেচ্ছাসেবক দল নেতাকে দল থেকে বহিষ্কার

শিক্ষক নিয়োগ পরীক্ষাকে কেন্দ্র করে জালিয়াতির ‘পরিকল্পনা’, ডিভাইসহ আটক ২

প্রশাসন একটা দলের পক্ষে ঝুঁকে পড়েছে, এটি অশনিসংকেত: আখতার হোসেন

গাইবান্ধায় ট্রাকের ধাক্কায় চালক ও হেলপার নিহত

ঠাকুরগাঁওয়ে দুই অবৈধ ইটভাটা গুঁড়িয়ে দিল প্রশাসন; আড়াই লাখ টাকা জরিমানা

পীরগঞ্জে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জাতীয় পতাকা উত্তোলন না করার অভিযোগ