হোম > সারা দেশ > দিনাজপুর

বিরলে বাজারের দায়িত্বরত নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা

বিরল (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের বিরলের একটি স্থানীয় বাজারে দায়িত্ব পালনের সময় এক নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার সকালে লোকজন বাজারে গিয়ে একটি দোকানের সামনে মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে জানায়। পরে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠায়।

এ ঘটনা ঘটেছে গতকাল বুধবার দিবাগত রাতে, বিরল উপজেলার ১২ নম্বর রাজারামপুর ইউনিয়নের আজিমপুর গ্রামের ভদ্রবাজারে। মাদক কারবারিরা এ ঘটনা ঘটিয়ে থাকতে পারে বলে ধারণা স্থানীয়দের।

নিহত নৈশপ্রহরীর নাম জোনাকু চন্দ্র রায় (৬৫)। তিনি উপজেলার পূর্ব রাজারামপুর গ্রামের মৃত বিশু রাম রায়ের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা বলছে, এলাকাটি মাদকের অভয়ারণ্য হিসেবে পরিচিত। রাতে দায়িত্ব পালনকালে মাদকের প্রতিবাদ জানাতেন এই নৈশপ্রহরী। এ কারণেই মাদক কারবারিরা তাঁকে হত্যা করতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেছেন দিনাজপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জিন্নাহ আল মামুন। তিনি বলেন, ‘লাশ ময়নাতদন্তের জন্য এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করে দেখা হচ্ছে।’

সমাবেশ থেকে ফেরার পথে দুর্ঘটনা, প্রাণ গেল কর্মীর

‘১০ লাখ দিলেই তুমি সভাপতি’ বেরোবি ছাত্রদলের কমিটি নিয়ে অভিযোগ

‘সেবা বন্ধ থুইয়া মানুষোক জিম্মি করি আন্দোলন করেছে, গরিব মানুষ কোনঠে যাইবে’

স্থগিতাদেশ তুলে ব্রাকসুর নতুন রোডম্যাপ প্রকাশ

একটি শ্রেণি সংস্কার ছাড়াই ক্ষমতায় যেতে ‘ডাবল পাগল’ হয়ে গেছে: রেজাউল করীম

বাসের ধাক্কায় অটোরিকশার যাত্রী নিহত

পাঁচ দফা দাবিতে রংপুরে সমমনা ৮ দলের বিভাগীয় সমাবেশ আজ, দলে দলে আসছেন নেতা-কর্মীরা

শ্বশুর-জামাইকে পিটিয়ে হত্যায় জড়িতের অভিযোগে যুবক গ্রেপ্তার

নীলফামারীতে গৃহবধূকে ধর্ষণ ও হত্যার দায়ে ২ জনের যাবজ্জীবন কারাদণ্ড

স্বামীকে হত্যার দায়ে স্ত্রী ও তাঁর প্রেমিকের যাবজ্জীবন কারাদণ্ড