হোম > সারা দেশ > নীলফামারী

নীলফামারীতে কলেজশিক্ষার্থী খালিদ হত্যায় জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন

কিশোরগঞ্জ (নীলফামারী) প্রতিনিধি 

নীলফামারীর কিশোরগঞ্জে কলেজশিক্ষার্থী খালিদ বিন লিসাদ হত্যায় জড়িদের বিচার দাবিতে হওয়া মানববন্ধনে অংশ নেওয়া বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ছবি: আজকের পত্রিকা

নীলফামারীর কিশোরগঞ্জে কলেজশিক্ষার্থী খালিদ বিন লিসাদ হত্যাকাণ্ডে জড়িতদের বিচার দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে স্থানীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তব্য দেন উপজেলার সদর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান হোসেন শহীদ সোহরাওয়ার্দী গ্রেনেট (বাবু), উপজেলা জামায়াতের সাবেক আমির আক্তারুজ্জামান বাদল, এলাকাবাসীর পক্ষে বদরুল আলমসহ অনেকে। মানববন্ধনে বক্তারা লিসাদ হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি দাবি করেন।

পরিবার জানায়, উপজেলার সদর ইউনিয়নের মুশা গ্রামের সফি মিয়া পাড়ার মমেদুল হকের ছেলে খালিদ বিন লিসাদ (২২) গত শনিবার নিখোঁজ হন। গত মঙ্গলবার উপজেলার নিতাই ইউনিয়নের বেলতলী সাইফুন চাঁড়াল কাটা নদীতে থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। নিহত লিসাদ কিশোরগঞ্জ বিএম কলেজ থেকে চলতি বছর এইচএসসি পাস করেন। হত্যাকাণ্ডের ঘটনায় খালিদ বিন লিসাদের বাবা অজ্ঞাতনামা আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আব্দুল কুদ্দুস বলেন, হত্যাকাণ্ডের ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের অভিযান চলছে। ইতিমধ্যে গোলাম রব্বানী নামের একজনকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছে পুলিশ।

পীরগঞ্জে তাল, খেজুরসহ বিভিন্ন গাছের মাথা কেটে দিলেন পল্লী বিদ্যুতের কর্মীরা

কোরআন-সুন্নাহবিরোধী আইন করতে দেব না, এটা আমাদের অঙ্গীকার: মির্জা ফখরুল

তীব্র শীতে কাঁপছে মানুষ গুদামে তালাবদ্ধ কম্বল

ভূরুঙ্গামারীতে বাস-মোটরসাইকেল সংঘর্ষ, যুবক নিহত

ফুলবাড়ীতে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

পঞ্চগড়ে চার দিন ধরে ঘন কুয়াশা ও কনকনে শীত

ফুলবাড়ীতে ট্রলির চাপায় সহযোগী নিহত

কাউনিয়ায় কিশোরীকে ধর্ষণচেষ্টা, যুবক গ্রেপ্তার

বিশেষ ট্রেনের দাবিতে বিএনপি নেতা-কর্মীদের রেলপথ অবরোধ, ছেড়ে যায়নি লালমনি এক্সপ্রেস

কাউনিয়ায় মহাসড়কে ঝরল দুই কৃষকের প্রাণ