নীলফামারীর সৈয়দপুরে হাসান আলী (৫০) নামের চালককে জখম করে ইজিবাইক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। আজ শুক্রবার বেলা ১১টার দিকে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতাল চত্বরে এই ঘটনা ঘটে। ইজিবাইক চালক হাসান আলী সোনাপুকুর মাঝপাড়া এলাকার আজিমুদ্দীনের ছেলে। বর্তমানে ওই হাসপাতালে চিকিৎসাধীন তিনি।
হাসান আলীর বাবা আজিমুদ্দীন বলেন, চারজন ছিনতাইকারী যাত্রী বেশে হাসান আলীর ইজিবাইকে ওঠেন। তারা তাদের ওই হাসপাতালের পূর্বপাশে আবাসিক এলাকায় নিয়ে যান। সেখানে নামার পর ওই চারজন মিলে হাসান আলীকে পিটিয়ে জখম করে ইজিবাইকটি নিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।
সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান আজকের পত্রিকাকে বলেন, এ ব্যাপারে এখনো কেউ কোনো অভিযোগ করেননি। বিষয়টি সম্পর্কে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।